ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভুয়া অনলাইনে অপপ্রচার সম্পর্কে শামীম ওসমানের প্রতিবাদ

প্রকাশিত: ০৪:১৩, ৩০ ডিসেম্বর ২০১৮

ভুয়া অনলাইনে অপপ্রচার সম্পর্কে শামীম ওসমানের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী একেএম শামীম ওসমান তার বিরুদ্ধে ফেসবুকসহ বিভিন্ন ভুয়া অনলাইনে অপপ্রচার চালানোর অভিযোগের প্রতিবাদ জানিয়ে বলেছেন, ফেসবুক ও কিছুসংখ্যক ভুয়া অনলাইন (নাম-ঠিকানাবিহীন কিছু ব্যক্তি) নিউজ ছড়াচ্ছে, শামীম ওসমানের বাড়ি চারদিক থেকে সেনাবাহিনী ঘিরে ফেলেছে। শামীম ওসমানকে গ্রেফতার করা হয়েছে এবং সেখানে দেখলাম ফুটেজ দেয়া হয়েছে সেনাবাহিনী চারদিক থেকে গাড়ি নিয়ে যাচ্ছে, এমন একটি সিন ক্রিয়েট করা হচ্ছে। শুধু শামীম ওসমান নয়, আমাদের অনেক সিনিয়র নেতাকর্মীর নাম নিয়ে বলা হয়েছে, এখানে ওখানে এত গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, আমি আমার দলের নির্দেশনা পেয়ে সংবাদ সম্মেলন করছি। আমি আপনাদের সাহায্য কামনা করছি। আর এই ভুয়া নিউজ যারা ছড়াচ্ছে তাদের প্রতি ঘৃণা ও ধিক্কার জানাচ্ছি। এটা তারাই করতে পারে যারা মনে করতে পারে জনগণ তাদের পক্ষে নেই। তারাই এ ধরনের পদক্ষেপ নিতে পারে। তিনি বলেন, সেনাবাহিনী আমাদের গর্ব। সেনাবাহিনী নিয়ে যারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে তারা বিদেশী শক্তি। আমি আগেই বলেছি, আইএসআইসহ যারা এদেশের পরাজিত শক্তি তারাই এ ধরনের অপপ্রচার করাচ্ছে। আমাদের দেশকে পেছনের দিকে ঠেলে দেয়ার জন্য তারা এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। শনিবার সন্ধ্যায় নগরীর জামতলায় নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে একেএম শামীম ওসমান এসব অভিযোগ করেন। শামীম ওসমান বলেন, সেনাবাহিনী আমাদের গর্ব। বাংলাদেশ সেনাবহিনীকে নিয়েও যদি নোংরা অপপ্রচার চালানো হয় তাহলে আমার মনে হয়, দেশের জন্য ও এ জাতির জন্য মঙ্গল বয়ে আনবে না, ক্ষতিকর হবে। নির্বাচন শান্তিপূর্ণ হবেই। আপনারা দেখবেন নারায়ণগঞ্জসহ সারাদেশে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। এ অপপ্রচারের বিরুদ্ধে আমি নিরুপায়। নিরুপায় হয়ে আপনাদের আশ্রয় প্রার্থনা করছি। তিনি আরও বলেন, এ কথাও লেখা হয়েছে, ওবায়দুল কাদেরের ভাইকে গ্রেফতার করা হয়েছে।
×