ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জয়ী হলে ক্ষমতার বিকেন্দ্রীকরণে উদ্যোগী হব ॥ নওফেল

প্রকাশিত: ০৪:১৩, ৩০ ডিসেম্বর ২০১৮

জয়ী হলে ক্ষমতার বিকেন্দ্রীকরণে উদ্যোগী হব ॥ নওফেল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আজকের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশজুড়ে যে ৬টি আসনে ইভিএম (ইলেট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তন্মধ্যে মহানগরীর প্রধান অর্থাৎ কোতোয়ালি-বাকলিয়া (চট্টগ্রাম-৯) আসন একটি। এ আসনে নির্বাচনী লড়াইটি মূলত হবে নৌকা ও ধানের শীষ প্রতীকের মধ্যে। আবার দুই প্রতীকের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী রাজনীতিতে নবাগত ও তরুণ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল জনপ্রিয়তায় আগে থেকেই এগিয়ে। নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর এক্ষেত্রেও তার অবস্থান সর্বাগ্রে। পক্ষান্তরে, ধানের শীষের প্রার্থী বিএনপির ডাঃ শাহাদাত হোসেন কয়েকটি মামলায় গ্রেফতার হয়ে এখনও জেলে রয়েছেন। ফলে প্রচারে তার দল বা সমর্থকরা ব্যাপকভাবে শুরু থেকে যেমন পিছিয়ে ছিলেন, তেমনি শেষ হওয়ার আগ মুহূর্তও ছিল একই অবস্থা। ফলে এ আসনটিতে নৌকা প্রার্থীর জয় অনেকটা নিশ্চিত বলেই শহরজুড়ে আলোচিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯১ হাজার ৬১২। আবার এর মধ্যে ২ লাখ ৪ হাজার ৪০৩ পুরুষ ও ১ লাখ ৮৭ হাজার ২০৯ মহিলা ভোটার। ভোট কেন্দ্র ১৪৪। প্রতিটি বুথে ইভিএম থাকবে। প্রয়োজনের জন্য এক্সটা ইভিএম যেমন রাখা হচ্ছে, তেমনি থাকবে কারিগরি বিশেষজ্ঞও। এ পদ্ধতিতে ভোট দিতে এ আসনের ভোটারদের আগ্রহের শেষ নেই। আজ সকাল ৮টা থেকে প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণের যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করেছে স্থানীয় নির্বাচন কমিশন। এদিকে, এ আসনে প্রার্থীর সংখ্য ৮ হলেও মূলত নৌকা প্রতীকের প্রার্থী মহিবুল হাসান চৌধুরীর প্রচারের ধারের কাছেও ছিল না অন্যরা। অন্যরা বলতে, বিএনপি মাঝেমধ্যে প্রচার চালালেও অন্যরা যা করেছে তা নামমাত্র। এ অবস্থায় নির্বাচনে জয় হতে পারেন এমন প্রার্থী নৌকার মহিবুল হাসান চৌধুরী শুক্রবার রাতে চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, বিজয়ী হলে তিনি চট্টগ্রামে বিভিন্ন সংস্থার ক্ষমতাকে বিকেন্দ্রীকরণের জন্য উদ্যোগী হবেন। তিনি বলেন, চট্টগ্রামে এমন কিছু বড় বড় সংস্থা রয়েছে যেগুলোর ক্ষমতার বিকেন্দ্রীকরণ করার অপরিহার্যতা রয়েছে।
×