ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাতুয়াইলে বসতঘরে আগুন লেগে দুই শিশু জীবন্ত দগ্ধ

প্রকাশিত: ০৪:১১, ৩০ ডিসেম্বর ২০১৮

মাতুয়াইলে বসতঘরে আগুন লেগে দুই শিশু জীবন্ত দগ্ধ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি বসতঘরে আগুন লেগে দু’ভাই পলাশ (১২) ও তুষার (৭) জীবন্ত দগ্ধ হয়েছে। ছেলেদেরকে বাঁচাতে গিয়ে ইকবাল হোসেন (৫৫) মারাত্মক দগ্ধ হয়েছেন। পোড়া শরীর নিয়ে হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসক জানান, ইকবালের শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে। মুখমণ্ডল ও শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় তার অবস্থাও আশঙ্কাজনক। স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাতে মাতুয়াইল উত্তরপাড়া কাউন্সিল রোড এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুন লাগে। এ সময় ওই ঘরে ঘুমিয়ে ছিল দু’শিশু পলাশ ও তুষার। আগুন স্পর্শে শিশুরা বাঁচাও চিৎকার করতে থাকে। প্রতিবেশীরা জানান, ঘরের ভেতর আগুন ছড়িয়ে পড়ায় সে সময় দু’শিশু ও তাদের বাবা ইকবালের বাঁচাও বাঁচাও আর্তচিৎকার করছিল। পানি ছিটিয়ে তাদের রক্ষা করা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, দুরুমের একটি টিনশেড ঘরে ভোররাতে আগুন লেগে যায়। এ সময় ওই ঘরে ঘুমিয়ে ছিল দু’শিশু পলাশ ও তার ছোট ভাই তুষার এবং তাদের বাবা ইকবাল। আগুনে দগ্ধ হয়ে ওই দু’শিশু ঘটনাস্থলে মারা গেছে। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে ওই ঘরে আগুন লাগে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট গিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ওই ঘর থেকে দগ্ধ দু’শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তাদের বাবা ইকবালকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। হাসপাতালে দগ্ধ নিহত দু’শিশুর বাবা ইকবাল কষ্ট ও যন্ত্রণায় বলেন, ছেলেরা বাঁচার আকুতিও করেছিল। চোখের সামনে দু’শিশুর মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না। আমি তাদেরকে বাঁচাতে গিয়ে পারিনি। সর্বগ্রাসী আগুন আমার দুপ্রাণের টুকরোকে কেড়ে নিল। আমি কি নিয়ে বাঁচাব। বেঁচে থেকে লাভ কি? এ সময় তার পোড়া মুখম-লের চোখের কোল বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। তার আশেপাশে রোগীদের আত্মীয়-স্বজনরা চোখের পানি ধরে রাখতে পারেননি। এদিকে ঘটনার পর যাত্রাবাড়ীর মাতুয়াইলে পোড়া দগ্ধ ওই টিনশেড বাড়িটি মর্মান্তিক স্বাক্ষর বহন করছিল। সেখানে আগুন লেগে দু’শিশুর মৃত্যুতে তাদের স্বজনের কান্নায় সেখানকার পরিবেশ ভারি হয়ে উঠে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভোররাতে কাউন্সিল রোড এলাকায় আগুন লেগে দু’শিশু জীবন্ত দগ্ধ হয়েছে। পরে তাদের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ (মিটফোর্ড) মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আর তাদের বাবা ইকবালকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
×