ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বগুড়ায় কতজন সাংবাদিক?

প্রকাশিত: ০৪:০৯, ৩০ ডিসেম্বর ২০১৮

বগুড়ায় কতজন সাংবাদিক?

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় কতজন সাংবাদিক নির্বাচনের খবর কভার করবেন! বগুড়ায় কর্মরত সাংবাদিকের সংখ্যা কত? ঢাকা থেকে প্রকাশিত জাতীয় মানের কত সংবাদপত্র এবং কত টিভি চ্যানেলের সিনিয়র রিপোর্টার, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধি বগুড়ায় পেশাগত দায়িত্ব পালন করছেন! বগুড়া থেকে প্রকাশিত (স্থানীয়) সংবাদপত্র কতটি এবং কয়টি নিয়মিত প্রকাশিত হয় ও কতটির প্রকাশনা বন্ধ হয়ে গেছে! এর সঠিক সংখ্যা সাংবাদিকরাই জানে না। প্রশাসনের কাছেও এই চিত্র নেই। এই অবস্থায় নির্বাচনী খবর সংগ্রহের পাস প্রদান নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে বগুড়ার প্রকৃত সাংবাদিকরা। তার চেয়েও বেশি বিব্রতকর অবস্থায় পড়েছে জেলা প্রশাসন। গ্রাম পুলিশ গ্রেফতার সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ২৯ ডিসেম্বর ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে সোহাগ ইসলাম (২৮) নামে এক গ্রাম পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাঁকে এলাকার লোকজন ধরে পুলিশে দেয়। পরে শনিবার দুপুরে মামলার পর তাকে আদালতে পাঠানো হয়েছে। জানা গেছে, গ্রেফতারকৃত সোহাগ খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ এলাকার সিরাজ উদ্দিনের ছেলে। সে ওই এলাকার বেলতৈল ও ছালুয়াপাড়া এলাকার গ্রাম পুলিশ হিসেবে কর্মরত রয়েছে। নান্দাইল থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, সোহাগ সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করে। এ ঘটনাটি ফেজবুকে ভাইরাল হলে ক্ষিপ্ত হয়ে উঠে এলাকার লোকজন।
×