ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজশাহীর তিনটিতে সুবিধায় নৌকা ॥ তিন আসনে লড়াইয়ের আভাস

প্রকাশিত: ০৪:০৯, ৩০ ডিসেম্বর ২০১৮

রাজশাহীর তিনটিতে সুবিধায় নৌকা ॥ তিন আসনে লড়াইয়ের আভাস

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর ছয়টি আসনের মধ্যে চারটিতেই ১০ বছর পরে এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মাঝে ২০১৪ সালের সালের নির্বাচনে এই চারটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থীরা। আর দুটি আসনে নিজ দলের বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে লড়াই করে নির্বাচিত হয়েছিলেন দুজন। এই দুটি আসনের মধ্যে এবারও একটিতে (রাজশাহী-৬) বিএনপির কোন প্রার্থী নেই। ফলে অনেকটা বাধাছাড়ায় এবারও নির্বাচনী বৈতরণী পার হচ্ছেন এই আসনে সংসদ সদস্য প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম-এমটিই মনে করছেন সাধারণ ভোটাররাও। সব মিলিয়ে এবার রাজশাহীর ৬টি আসনের মধ্যে তিনটিতে আওয়ামী লীগ সুবিধাজনক অবস্থানে থাকলেও লড়াই হবে জেলার অপর তিনটি আসনে। নির্বাচন ঘিরে এখন উৎসবের আমেজ বিরাজ করে ভোটারদের মাঝে। তবে ভোটকেন্দ্রিক বিএনপি-জামায়াত নাশকতা চালাতে পারে বলেও আশঙ্কা করছেন আওয়ামী লীগের প্রার্থীরা। রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী ওমর ফারুক চৌধুরী বলেন, তার এলাকায় বিএনপির প্রার্থী একজন জঙ্গী মদদদাতা। তিনি এলাকায় শিবির ক্যাডারদের নিয়ে ঘুরছেন। এ কারণে আমি নিজেও আতঙ্কিত। এই জঙ্গীদের বিশ্বাস করা যায় না। তারা যে কোন সময় যে কোন জায়গায় হামলা করতে পারে। ফলে নির্বাচনের দিনও এরা হামলার ছক কষতে পারে। রাজশাহী-২ (সদর) এই আসনে শান্তিপূর্ণ পরিবেশে প্রচার শেষ হয়। এ আসনে মাহজোট প্রার্থী ফজলে হোসেন বাদশার নির্বাচন সমন্বয়ক দেবাশীষ প্রামাণিক দেবু বলেন, রাজশাহীতে পরিবেশ সুন্দর আছে। আমরা সবাই একসঙ্গে প্রচার শেষ করেছি। কাজেই রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হবে বলে আশা করি। নগরীর কাদিরগঞ্জ এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, রাজশাহীর এ আসনটিতে এখন পর্যন্ত পরিবেশ ভালই মনে হচ্ছে। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আয়েন উদ্দিন বলেন, আশা করি নির্বাচন সুষ্ঠু হবে। সেই ধরনের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনামুল হক বলেন, ‘বাগমারায় এখন শান্তি বিরাজ করছে। ভোট সুষ্ঠু হবে বলেই মনে করছি। তবে বিএনপি-জমায়াত নাশকতার চেষ্টা করলে তাদের নাশকতা ঠেকানো হবে।
×