ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ-৩ আসন

প্রচারে নেমেও রোগী দেখছেন নৌকার প্রার্থী আজিজ

প্রকাশিত: ০৪:০৮, ৩০ ডিসেম্বর ২০১৮

প্রচারে নেমেও রোগী দেখছেন নৌকার প্রার্থী আজিজ

বাবু ইসলাম, সিরাজগঞ্জ ॥ ভোটের মাঠে নেমেও রোগীদের ভিড় সামলাতে হচ্ছে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-সলঙ্গা-তাড়াশ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ডাঃ আব্দুল আজিজকে। নির্বাচনী প্রচারে শুরুর দিন থেকে যেখানেই তিনি গণসংযোগ, পথসভা বা উঠান বৈঠক করছেন সেখানেই শিশু রোগী নিয়ে ভিড় করছেন ভোটাররা। আর শত ব্যস্ততার মাঝেও ক্লান্তি ভুলে বিনামূল্যে রোগী দেখে ব্যবস্থাপথ্য দিচ্ছেন দেশের খ্যাতিমান এই শিশু চিকিৎসক। প্রচারে নেমে ডাঃ আব্দুল আজিজ কোমলমতি শিশুদের চিকিৎসা দেয়ার বিষয়টি নিয়ে পুরো সিরাজগঞ্জজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন। বিরোধী শিবির এটাকে ভোট আদায়ের কৌশল হিসেবে দাবি করলেও সাধারণ মানুষ ও রোগীর স্বজনরা বিষয়টিকে মানবসেবার অনন্য দৃষ্টান্ত বলেই মনে করছেন। রায়গঞ্জ-তাড়াশ অঞ্চলের ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা শিশু হাসপাতালের পরিচালক ডাঃ আজিজ দেশের খ্যাতনামা একজন শিশু বিশেষজ্ঞ। ঢাকাতে থাকলেও তিনি তাড়াশ ও রায়গঞ্জ এলাকার রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেন। আর এলাকার রোগী গেলে কোন সিরিয়াল লাগে না। এসব কারণে চিকিৎসক হিসেবে তাড়াশ-রায়গঞ্জে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে। তাড়াশ সদরের ফরিদা আক্তার ও শাপলা খাতুন, রায়গঞ্জের মনোয়ারা বেগম, আব্দুস সালামসহ কয়েক শিশু রোগীর অভিভাবক বলেন, ডাক্তার সাহেবের চিকিৎসা হাত খুব ভাল। এ এলাকার অনেক শিশুকে তিনি ভাল করেছেন। নির্বাচন উপলক্ষে তাকে কাছে পেয়েছি। এই সুযোগে আমরা আমাদের শিশুদের তার কাছে নিয়ে গেলে তিনি আন্তরিকতার সঙ্গে ওষুধ লিখে দিয়েছেন। ঢাকা শিশু হাসপাতালের অবৈতনিক মেডিক্যাল অফিসার ডাঃ ইউসুফ আলী জানান, ডাঃ আজিজ প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠেই নিজ বাড়িতেই অর্ধশতাধিক রোগী দেখেন। এছাড়া বিভিন্নস্থানে গণসংযোগ বা পথসভা করতে গেলে শিশুদের বাবা-মা রোগী নিয়ে আসেন। এ সময় গণসংযোগের মাঝেও তিনি রোগী দেখে ব্যবস্থাপথ্য দেন। শিশুদের পাশাপাশি বয়স্ক রোগীকেও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন তিনি। নির্বাচনী প্রচারের ফাঁকে প্রতিদিন গড়ে অর্ধশতাধিক রোগী তিনি দেখছেন। এছাড়াও তিনি রায়গঞ্জ-তাড়াশ এমনকি পার্শ¦বর্তী নাটোর জেলার গুরুদাসপুর ও সিংড়া এলাকার ঠোঁটকাটা ও তালুকাটা সকল রোগীকে ঢাকা শিশু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করে আসছেন বলে জানান ডাঃ ইউসুফ। ধামাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নয়ন বলেন, আসনটিতে আওয়ামী লীগের ২০ মনোনয়ন প্রত্যাশী ছিলেন। নানা দ্বন্দ্ব আর কোন্দলে জর্জরিত রায়গঞ্জ-তাড়াশকে মাত্র ১৫ দিনেই ঐক্যবদ্ধ করতে পেরেছেন ডাঃ আজিজ। তিনি একজন ক্লিন ইমেজের প্রার্থী হওয়ার কারণে সকলেই নৌকার পক্ষে কাজ করছে। এলাকায় রাজনৈতিক নেতা হিসেবে তার তেমন কোন পরিচয় না থাকলেও চিকিৎসক হিসেবে রয়েছে যথেষ্ট খ্যাতি। এ খ্যাতির কারণেই আগামী নির্বাচনে তার বিজয় সুনিশ্চিত বলে জানান তিনি। বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ শরিফুল ইসলাম বলেন, ডাঃ আজিজ দীর্ঘদিন ধরেই এলাকায় বিভিন্ন হেলথ ক্যাম্পের মাধ্যমে দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছেন। এবার এসেছেন প্রার্থী হিসেবে। এ ক্ষেত্রে শত ব্যস্ততা থাকলেও দলমত নির্বিশেষ তিনি সকল রোগীকেই চিকিৎসা দিচ্ছেন। একজন প্রার্থী হিসেবে তার এ ব্যতিক্রমী কর্মকা-ে সকলেই সন্তুষ্ট। এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী ডাঃ আব্দুল আজিজ বলেন, মানবসেবার ব্রত নিয়ে আমি চিকিৎসাসেবায় নিজেকে নিয়োজিত করেছি। বিশেষ করে চলনবিল অধ্যুষিত অবহেলিত তাড়াশ-রায়গঞ্জের হতদরিদ্র পরিবারের শিশুদের সুচিকিৎসার অভাব রয়েছে। আমি দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করলেও আমার এলাকার শিশুদের অগ্রাধিকার দিয়ে বিনামূল্যে চিকিৎসা দিয়ে এসেছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে এ অঞ্চলে পাঠিয়েছেন। এতে আমার দায়িত্ব আরও বেড়ে গেছে। তাই প্রতিদিন গণসংযোগ করলেও শিশু রোগী দেখা অব্যাহত রেখেছি। আমার কাছে এসে কোন শিশুর পিতা-মাতা যেন তার সন্তানের চিকিৎসা বঞ্চিত না হন সেটাই আমার লক্ষ্য।
×