ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে নির্বাচনী পরিবেশ না থাকার অভিযোগ

প্রকাশিত: ০৩:৫১, ৩০ ডিসেম্বর ২০১৮

লক্ষ্মীপুরে নির্বাচনী পরিবেশ না থাকার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৯ ডিসেম্বর ॥ কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও ঐক্যফ্রন্টের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অভিযোগ করে বলেছেন, লক্ষ্মীপুরে নির্বাচনের কোন পরিবেশ নেই। রাতে লক্ষ্মীপুর ৩ আসনের সকল কেন্দ্রে আগাম ৩০% ভোট কাটার আয়োজন করেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিমানমন্ত্রী ও তার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সভাপতি মাকসুদ কামাল এলাকায় প্রভাব খাটাচ্ছে। একই সঙ্গে বিএনপি প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকদের গ্রেফতার করছে। পুলিশ ও জেলা রিটানিং কর্মকর্তাকে অবহতি করেও কোন সাড়া পাচ্ছে না। শনিবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি। তিনি বলেন, শুক্রবার রাতে পুলিশের উপস্থিতিতে বাড়িতে হামলা ভাংচুর করেছে এবং সাউন্ড গ্রেনেড ফাটিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। তিনি জেলা রিটানিং কর্মকর্তা ও পুলিশ সুপারের প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে প্রতিটি কেন্দ্র পাহারা এবং ভোট কাটা প্রতিহত করার আহ্বান জানান দলীয় নেতাকর্মীদের। অপরদিকে একইদিন দুপুরে লক্ষ্মীপুর-২ আসন (রায়পুর) এর ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া খিলবাইছা তার বাসভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বলেন, শুক্রবার রাতে তার ৫০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আওয়ামী লীগ সমর্থিত আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর লোকেরা হামলা চালিয়ে দু’শতাধিক বাড়িঘর ভাংচুর করেছে। অসংখ্য ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার ও রিটার্নিং অফিসারকে জানিয়েও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। খায়ের ভূঁইয়া অনতিবিলম্বে এ দুজন কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
×