ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনায় প্রস্তুত ১৮ লাখ ভোটার

প্রকাশিত: ০৩:৫১, ৩০ ডিসেম্বর ২০১৮

খুলনায় প্রস্তুত ১৮ লাখ ভোটার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনের মধ্যে খুলনা-২ আসনটিতে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলার ৬টি আসনে মোট ভোটার ১৮ লাখ ৯৮৯। ভোটকেন্দ্র ৭৮৬টি। সূত্র জানায়, খুলনা মহানগরীর ২টিসহ জেলায় মোট সংসদীয় আসন ৬টি। আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন দলের প্রার্থী হলেন ৩৫জন। মোট ভোটার ১৮ লাখ ৯৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ২ হাজার ৯৫০ এবং নারী ভোটার ৮ লাখ ৯৮ হাজার ৩৯ জন। গত নির্বাচনের চেয়ে এবার নতুন ভোটার হয়েছে প্রায় ২ লাখ । মোট ৭৮৬টি ভোটকেন্দ্রের ৩ হাজার ৭৮৯টি কক্ষে এই ভোটগ্রহণ করা হবে। পুলিশ জানায়, খুলনার ছয়টি আসনের মধ্যে খুলনা-২ ও ৩ নির্বাচনী এলাকা মহানগরীতে অবস্থিত। এছাড়া খুলনা-১ ও ৫ এর কিছু অংশ মেট্রোপলিটন পুলিশের অধীনে রয়েছে। এখানকার ভোটকেন্দ্র ৩০৯টি এবং জেলা পুলিশের অধীনে থাকা খুলনা-১, ৪, ৫ ও ৬ নির্বাচনী এলাকায় ভোটকেন্দ্র ৪৭৭টি। প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১২ সদস্যের টিম ও গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে ১৪ সদসের টিম থাকবে।
×