ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাইবান্ধার ৫টি আসনের মধ্যে ৪টিতে নির্বাচন আজ

প্রকাশিত: ০৩:৫০, ৩০ ডিসেম্বর ২০১৮

গাইবান্ধার ৫টি আসনের মধ্যে ৪টিতে নির্বাচন আজ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৯ ডিসেম্বর ॥ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গাইবান্ধার ৫টি আসনের মধ্যে আজ ৪টি আসনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। গাইবান্ধার ৫টি আসনের মধ্যে ৪টিতে এ পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গাইবান্ধা-৩ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী জাতীয় পার্টি (জাফর) মনোনীত ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী গত ১৯ ডিসেম্বর রাতে মারা যাওয়ায় ওই আসনে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। আগামী ২৭ জানুয়ারি ওই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের জন্য ৪টি আসনে মোট ৪৭৩টি ভোট কেন্দ্র খোলা হয়েছে। এগুলোতে ৪৭৩ জন প্রিজাইডিং অফিসার, ২ হাজার ৬৮৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৫ হাজার ৩৭০ জন পোলিং অফিসার ভোট গ্রহণের দায়িত্ব পালন করবেন। এসব আসনে ১৩ লাখ ৭৩ হাজার ৮৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৬ লাখ ৭১ হাজার ৮০ পুরুষ এবং ৭ লাখ ২ হাজার ৭৮৫ মহিলা ভোটার রয়েছেন।
×