ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীর ছয়টি আসনে প্রার্থী ২৫ ॥ ভোটার ১৯ লাখ

প্রকাশিত: ০৩:৫০, ৩০ ডিসেম্বর ২০১৮

রাজশাহীর ছয়টি আসনে প্রার্থী ২৫ ॥ ভোটার ১৯ লাখ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর ছয়টি আসনে এবার প্রতিদ্বন্দ্বী করছেন ২৫ জন প্রার্থী। এর মধ্যে রাজশাহী-১ আসনে চারজন, রাজশাহী-২ আসনে চারজন, রাজশাহী-৩ আসনে পাঁচজন, রাজশাহী-৪ আসনে চারজন, রাজশাহী-৫ আসনে পাঁচজন ও রাজশাহী-৬ আসনে তিনজন। এর মধ্যে পাঁচটি আসনে নৌকা ও ধানের শীষের প্রার্থী রয়েছে। শুধু রাজশাহী-৬ আসনে ধানের শীষের প্রার্থী শূন্য। শনিবার দুপুরে রাজশাহী-২ আসনে নির্বাচনী সামগ্রী বিতরণ উদ্বোধনকালে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের সাংবাদিকদের বলেন, রাজশাহীর ছয়টি আসনের ৬৯৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৯টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এদিকে সকাল থেকে রাজশাহীতে টহল পরিচালনা করে সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ ও র‌্যাব। র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার লে. কর্নেল নূর মোহাম্মদ বলেন, ভোটাররা নির্বিঘেœ ভোট কেন্দ্র যেতে পারেন এবং ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন আমরা সে ব্যবস্থা করেছি। সবাইকে নির্ভয়ে ভোট কেন্দ্র যাওয়ার কথা ভোটারদের উদ্দেশে বলেন এই র‌্যাব কর্মকর্তা।
×