ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চলতি বছরে ওটিসি মার্কেটে ৯৯ শতাংশ লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৩:৪৬, ৩০ ডিসেম্বর ২০১৮

চলতি বছরে ওটিসি মার্কেটে ৯৯ শতাংশ লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে ২০১৮ সালে শেয়ার লেনদেন বেড়েছে ৯৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ২০১৮ সালে ওটিসিতে ২ কোটি ১৬ লাখ ৮৭ হাজার শেয়ার হাত বদল হয়েছে। আর ২০১৭ সালে হাত বদল হয়েছিল ১ কোটি ৮ লাখ ৮৫ হাজার শেয়ার। অর্থাৎ বছরের ব্যবধানে ডিএসইর ওটিসিতে শেয়ার হাত বদল ১ কোটি ৮ লাখ ২ হাজার বা ৯৯.২৩ শতাংশ বেড়েছে। ২০১৮ সালে ওটিসিতে হাত বদল হওয়া শেয়ারের মাধ্যমে মোট ৭০ কোটি ৩১ লাখ টাকার লেনদেন হয়েছে। আর ২০১৭ সালে লেনদেন হয়েছে ৭২ কোটি ৮১ লাখ টাকার। অর্থাৎ ২০১৮ সালে ওটিসিতে শেয়ার হাত বদল বেশি হলেও টাকার পরিমাণে লেনদেন ২ কোটি ৫৮ লাখ টাকা বা ৩.৫৪ শতাংশ কমেছে। ওটিসি মার্কেটকে আরও গতিশীল ও আধুনিকায়ন করার লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কাজ করে যাচ্ছে ? যার ফলশ্রুতিতে বিএসইসি অলটার্নেটিভ ট্রেডিং বোর্ড রুলস-২০১৮ নামে একটি আইন প্রণয়ন করেছে। যা খুব শীঘ্রই বিএসইসি গেজেট আকারে প্রকাশ করবে।
×