ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাঁশখালীতে জামায়াতের অর্থের যোগানদাতাসহ আটক ৪

প্রকাশিত: ২২:৫৩, ২৯ ডিসেম্বর ২০১৮

বাঁশখালীতে জামায়াতের অর্থের যোগানদাতাসহ আটক ৪

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ভোট গ্রহণের দিন ব্যাপক নাশকতা চালানোর উদ্দেশ্যে স্বতন্ত্র (জামায়াত) ও জাপা প্রার্থীর পক্ষে মাঠে কাজ করতে স্বশস্ত্র বহিরাগত ক্যাডারদের অনুপ্রবেশের অভিযোগ পাওয়া গেছে। নাশকতা ও অস্থিতিশীল পরিবেশ রোধ করতে পুলিশ, বিজিবি, র্যাব মাঠে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শুক্রবার দিবাগত গভীর রাতে বিজিবির চট্টগ্রাম গোয়েন্দা শাখার সদস্যদের তথ্যের ভিত্তিতে পুলিশ বিজিবি যৌথ অভিযানে উপজেলার শেখেরখীলের জামায়াতের অর্থের যোগানদাতা ও জলদস্যুদের মদদকারী ফিশিং বোট মালিক মোঃ ইসমাইল সহ ৪ জামায়াত কর্মীকে আটক করেছে। এ ব্যাপারে আজ শনিবার বাঁশখালী থানা পুলিশের ওসি আটকের বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, প্রার্থীদের পক্ষে ভোট গ্রহণের দিন মাঠে কাজ করতে বহিরাগতদের অনুপ্রবেশের ঘটনা শুনেছি। নাশকতা ঠেকাতে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে। জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নাশকতাকারীদের ধরতে অভিযান চলছে। তবে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যাবে মূল তথ্য। এ পর্যন্ত এসব স্পর্শকাতর বিষয়ে অভিযোগের ভিত্তিতে ৪ জনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।
×