ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরিজ ২-১ করতে পঞ্চম দিনে ভারতের চাই আর দুই উইকেট

প্রকাশিত: ২১:১০, ২৯ ডিসেম্বর ২০১৮

সিরিজ ২-১ করতে পঞ্চম দিনে ভারতের চাই আর দুই উইকেট

অনলাইন ডেস্ক ॥ চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়া ৮ উইকেট হারিয়ে করেছে ২৫৮ রান। জয়ের দোরগোড়ায় ভারত। দরকার আর দুই উইকেট। তা হলেই টেস্ট সিরিজে ফের লিড নেবে ভারত। প্রশ্ন একটাই, শনিবারই কি বর্ডার-গাভাস্কার ট্রফিতে ২-১ এগিয়ে যাবে বিরাট কোহলির ভারত? নাকি, রবিবার পর্যন্ত ঝুলে থাকবে ম্যাচের ফলাফল? অবশ্য পঞ্চম দিনে বৃষ্টির আশঙ্কা রয়েছে জোরালো ভাবে। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তাই চতুর্থ দিনেই বক্সিং ডে টেস্ট জেতার আশা পুরণ হলোনা, পঞ্চম দিনের জন্য অপেক্ষা করতে হচ্ছে তাদের। এদিন সকালে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে ৫৫ নিয়ে শুরু করেছিল ভারত। আট উইকেটে ১০৬ ওঠার পর ডিক্লেয়ার করে দেন কোহলি। মায়াঙ্ক আগারওয়াল (৪২) ও ঋষভ পান্থ (৩৩) ছাড়া কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। অস্ট্রেলিয়ার সফলতম বোলার প্যাট কামিন্স। তিনি ২৭ রানে নেন ছয় উইকেট। জশ হেজেলউড দুই উইকেট নেন ২২ রানে। ভারতের লিড দাঁড়ায় ৩৯৮ রানের। অর্থাৎ, জেতার জন্য চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়াকে করতে হবে ৩৯৯ রান। যা প্রায় অসম্ভব লক্ষ্য। আর অস্ট্রেলিয়া প্রথম থেকে নিয়মিত ব্যবধানে হারাতেও থাকে উইকেট। জশপ্রীত বুমরা ফেরান অ্যারন ফিঞ্চকে (৩)। দ্বিতীয় স্লিপে তাঁর ক্যাচ নেন কোহলি। আর এক ওপেনার মার্কাস হ্যারিস (১৩) ফেরেন রবীন্দ্র জাদেজার বলে ফরোয়ার্ড শর্ট লেগে মায়াঙ্ককে ক্যাচ দিয়ে। অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেট পড়ে ৬৩ রানে। মোহাম্মদ শামির বলে এলবিডব্লিউ হন উসমান খাজা (৩৩)। চতুর্থ উইকেটে শন মার্শ ও ট্র্যাভিস হেড ৫১ রান যোগ করে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কিন্তু, তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। শনকে (৪৪) এলবিডব্লিউ করেন ফের বুমরা। তাঁর ভাই, মিচেল মার্শ (১০) ফেরেন কিছুক্ষণের মধ্যেই। জাদেজার বলে তাঁর ক্যাচ ধরেন কোহলি। চায়ের বিরতিতে ১৩৮ রানে পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো চাপে অস্ট্রেলিয়া। এদিন, চায়ের বিরতির পর ট্র্যাভিস হেডকে ফেরান ইশান্ত শর্মা। বাইরের বল মারতে গিয়ে স্টাম্পে টেনে আনেন তিনি। ৩৪ করে ফেরেন তিনি। ১৫৭ রানে ছয় উইকেট পড়ল অস্ট্রেলিয়ার। সপ্তম উইকেট পড়ল দলীয় ১৭৬ রানে। জাদেজার বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষক ঋষভ পন্থকে ক্যাচ দিলেন অজি অধিনায়ক টিম পেন। তিনি করলেন ২৬ রান। অস্ট্রেলিয়ার অষ্টম উইকেট পড়ল ২১৫ রানে। মোহাম্মদ শামির বলে বোল্ড হলেন মিচেল স্টার্ক। তিনি করলেন ১৮। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×