ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হার্শা ভোগলের একাদশে সাকিব

বছরের সেরা ওয়ানডে একাদশ

প্রকাশিত: ০৮:২০, ২৯ ডিসেম্বর ২০১৮

 বছরের সেরা ওয়ানডে একাদশ

স্পোর্টস রিপোর্টার ॥ বছর শেষ হতে, ২০১৮ সাল শেষ হতে আর তিনদিন বাকি। এখন চলছে বছরের সেরা একাদশ বাছাই। বছরের সেরা ওয়ানডে একাদশ বাছাই করেছেন ক্রিকেট বিশেষজ্ঞ হার্শা ভোগলে। তার একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানও। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এ বিশ্লেষণসহ নিজের সেরা একাদশের ঘোষণা দিয়েছেন ভারতের সুপরিচিত এই ধারাভাষ্যকার। ওপেনার হিসেবে তামিম ইকবালের প্রশংসা করলেও দুর্দান্ত ফর্মের কারণে ভারত ওয়ানডে দলের নিয়মিত ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানকে রেখেছেন একাদশের প্রথমদিকে। ওয়ান ডাউনে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকেই বেছে নিয়েছেন। চার নম্বরে ইংলিশ তারকা জো রুটকে জায়গা দিতে আগ্রহী ভোগলে। উইকেটরক্ষক ব্যাটসম্যান ও ফিনিশার হিসেবে নিজের পছন্দের তালিকায় মুশফিকুর রহীমের নামটিও বিবেচনা করেছিলেন ভয়েস অব ক্রিকেট খ্যাত এই বিশেষজ্ঞ। যদিও গড় ও স্ট্রাইকরেটে এগিয়ে থাকায় ইংল্যান্ডের জস বাটলারকেই রেখেছেন একাদশে। ২০১৮ সালের বড় ধরনের ইনজুরিতে পড়ার কারণে সাকিবকে দুই দফা মাঠের বাইরে থাকতে হয়েছিল। তবু বছরের শেষ পর্যন্ত সাকিব ছিলেন উজ্জ্বল। মাত্র ১৫ ওয়ানডে খেলে ৩৮.২৩ গড়ে ৪৯৭ রানও ৪.৪৮ ইকোনমিতে ২১ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি২০’র অধিনায়ক। আর তাইতো ভোগলের পছন্দের তালিকায় স্পিনিং অলরাউন্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ছয় নম্বরটি দখল করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। চলতি বছর পেস অলরাউন্ডার হিসেবে অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছেন শ্রীলঙ্কার থিসারা পেরারা। আর তাই সাত নম্বরে ব্যাট পজিশনে জায়গা লঙ্কান তারকার। অন্যদিকে স্পিনার হিসেবে আফগানিস্তানের রশিদ খান ও ভারতের কুলদীপ যাদবের সুযোগ হয়েছে একাদশটিতে। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও ভারতের জসপ্রিত বুমরাহ পেসার কোটায় সুযোগ পেয়েছেন ভোগলের সেরা একাদশে। ওয়ানডে ছাড়াও টি২০’র জন্যও ২০১৮ সালের সেরা একাদশ বেছে নিয়েছেন ভোগলে। কিন্তু ওই একাদশে বাংলাদেশী কোন ক্রিকেটারের জায়গা হয়নি। তবে ওয়ানডে একাদশে ঠিকই বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব অবস্থান করে নিয়েছেন। ২০১৮ সালে হার্শা ভোগলের সেরা একাদশ \ রোহিত শর্মা (ভারত), শিখর ধাওয়ান (ভারত), বিরাট কোহলি (ভারত), জো রুট (ইংল্যান্ড), জস বাটলার (ইংল্যান্ড), সাকিব আল হাসান (বাংলাদেশ), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), রশিদ খান (আফগানিস্তান), কুলদীপ যাদব (ভারত), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), জসপ্রিত বুমরাহ (ভারত)।
×