ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সানিয়ার কণ্ঠে ফেরার প্রত্যয়

প্রকাশিত: ০৮:১৮, ২৯ ডিসেম্বর ২০১৮

  সানিয়ার কণ্ঠে ফেরার প্রত্যয়

স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতি পুত্র সন্তানের মা হয়েছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। তার আগে থেকেই দীর্ঘদিন কোর্টের বাইরে ছিলেন তিনি। মূলত চোট-আঘাত বিপর্যস্ত করে দিয়েছিল তাকে। এক পর্যায়ে পরিবারকে বেশি সময় দেয়ার কথা চিন্তা করেন। সেই চিন্তা থেকেই সন্তান নেয়ার কথা ভাবেন। সম্প্রতি এক সাক্ষাতকারে তা নিজের মুখেই স্বীকার করেছেন সানিয়া মির্জা। তিনি বলেন, ‘আসলে সেই সময় (২০১৭ সালের শুরুর দিকে) চোট-আঘাতে বিপর্যস্ত ছিলাম। ঠিকমতো টেনিস খেলতে পারছিলাম না। শোয়েবের সঙ্গে তখন পরামর্শ করি। দু’জনে মিলে সিদ্ধান্ত নিই, এই সময় আমার উচিত সন্তান গ্রহণ করা।’ তবে সন্তান জন্মের পর টেনিসকে মোটেও ভুলেননি ভারতের এই গø্যামারগার্ল। ইতোমধ্যেই ঠিক করেছেন, আগামী বছরেই টেনিস কোর্টে ফিরছেন তিনি। তার পরিকল্পনা ২০১৯ সালের শেষের দিকে টেনিস কোর্টে ফেরা। তবে কোর্টে ফেরার আগেই নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে চান তিনি। এ প্রসঙ্গে সানিয়া মির্জার ভাষ্য, ‘আমি সহজে হার মানতে পারি না। তাই যখন সিদ্ধান্ত নিয়েছি টেনিস কোর্টে ফিরব, তখন তার পেছনে জানবেন নির্দিষ্ট কোন পরিকল্পনাও রয়েছে। আমি ঠিক করেছি কোর্টে নামার আগে কিছুদিন অনুশীলন করে নিজেকে গড়ে তুলব। অন্যথায় টিকে থাকা যাবে না।’ সন্তান জন্ম দেয়ার পর ওজন অনেক বেড়েছে সানিয়া মির্জার। সন্তানকে দেখভাল করতেই তার দিনের বেশিরভাগ সময় কেটে যায়। এর মধ্যে নতুন বাড়তি ওঠার পরিকল্পনাও করেছেন তারা। যেখানে এই মুহূর্তে ইন্টেরিয়র ডেকোরেটিংয়ের কাজ চলছে। তবে সানিয়া কোর্টে ফেরার ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘আগের সঙ্গে এখনকার সময়ের তুলনা না করাই উচিত। তবে আমি ঠিক করে ফেলেছি আগামী বছরের শেষের দিকে টেনিস র‌্যাকেট নিয়ে মাঠে নামবই। আমি সহজে হাল ছাড়ব না।’ ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট দিয়ে শুরু নতুন মৌসুম। এই টুর্নামেন্ট দিয়ে নতুন মিশন শুরু করবেন ডেনমার্কের ক্যারোলিনা ওজনিয়াকি, ইউক্রেনের এলিনা সিতলিনা, জাপানের নাওমি ওসাকা, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টিফেন্স, চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা, ক্যারোলিনা পিসকোভা, কিকি বার্টেন্স, দারিয়া কাসাতকিনা, এ্যানাস্তাসিয়া সেভাস্তোভা এবং এলিস মার্টেন্স। জাপানের নাওমি ওসাকা এবং আমেরিকার স্টিফেন্স খেলবেন সিডনি ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টেও। এই টুর্নামেন্ট দিয়ে নতুন মৌসুম শুরু করবেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দুই তারকা রোমানিয়ার সিমোনা হ্যালেপ এবং জার্মানির এ্যাঞ্জেলিক কারবার। তবে অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই নতুন মৌসুম শুরু করবেন সেরেনা উইলিয়ামস। আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি ২০১৮ সালেই কোর্টে ফিরেন মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে। কোর্টে ফিরেই জ্বলে ওঠেন তিনি। সব শঙ্কা উড়িয়ে দিয়ে টানা দুই গ্র্যান্ড টুর্নামেন্টের ফাইনাল খেলেন সেরেনা। কিন্তু দুর্ভাগ্য তার। উইম্বলডন কিংবা ইউএস ওপেনের কোনটিতেই শিরোপা জিততে পারেননি ৩৭ বছর বয়সী এই টেনিস তারকা। তারপরও হাল ছাড়েননি সেরেনা। নতুন মৌসুমে জ্বলে ওঠতে চান ২৩টি গ্র্যান্ডস্লামের মালিক।
×