ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুজারা-কোহলি থেকে ব্যাটিং শিখতে বললেন কামিন্স

প্রকাশিত: ০৮:১৬, ২৯ ডিসেম্বর ২০১৮

পুজারা-কোহলি থেকে ব্যাটিং শিখতে বললেন কামিন্স

স্পোর্টস রিপোর্টার ॥ মেলবোর্ন টেস্টেও ভয়ানক বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ভারতীয় দল দুর্দান্ত ব্যাটিং উপহার দিয়ে ৭ উইকেটে ৪৪৩ রান করে ইনিংস ঘোষণা করে। সফরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়ে চেতেশ্বর পুজারা ১০৬ রানের ইনিংস উপহার দেন। আর অধিনায়ক বিরাট কোহলি ৮২ রানের ইনিংস খেলার পথে গড়েন ভারতের টেস্ট ইতিহাসে নতুন রেকর্ড। বিদেশের মাটিতে কোন ভারতীয় ক্রিকেটারের পক্ষে টেস্টে এক বছরে সর্বাধিক ১১৩৮ রানের রেকর্ড গড়েছেন তিনি। অথচ নিজেদের মাঠে এমন ব্যাটিংবান্ধব উইকেটেও ১৫১ রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। অবশ্য দ্বিতীয় ইনিংসে ভারতীয়রাও সুখে নেই। ৫৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে তারা। অসি পেসার প্যাট কামিন্স প্রথম ইনিংসে ৩ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৪ উইকেট। এই পেসার নিজ দল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের পুজারা ও কোহলির ব্যাটিং দেখে শেখার আহবান জানিয়েছেন। ২০০২ সালে রাহুল দ্রাবিড় এক বছরে বিদেশের মাটিতে টেস্টে ১১৩৭ রান করে ভেঙ্গে দিয়েছিলেন মহিন্দর অমরনাথের রেকর্ড। গত ১৬ বছর ধরে সেই রেকর্ডটি ধরে রেখেছিলেন দ্রাবিড়। এবার মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ৮২ রান করে সাজঘরে ফেরার আগেই দ্রাবিড়কে পেছনে ফেলে কোহলি নতুন রেকর্ড গড়েছেন। দ্বিতীয় ইনিংসে অবশ্য শূন্য রানে সাজঘরে ফেরায় দ্রাবিড়ের সঙ্গে ব্যবধানটা বড় করতে পারেননি। অপরদিকে পুজারা ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি আদায় করে নিয়েছেন। ২০১৪ সালে প্রথমবার অস্ট্রেলিয়া সফরে এসে ৬ ইনিংসে মাত্র একটিই অর্ধশতক (৭৩) পেয়েছিলেন পুজারা। এবার সবেমাত্র পঞ্চম ইনিংসে খেলে দ্বিতীয় সেঞ্চুরি পেয়ে যান। দ্বিতীয় ইনিংসে অবশ্য তিনিও সুবিধা করতে পারেননি। কোহলির মতোই তিনিও শূন্য রানে ফিরে গেছেন সাজঘরে। কিন্তু এবার অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত ফর্মে আছেন ৩০ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান। এ্যাডিলেডে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে তিনি ১২৩ ও ৭১ রান করেন দুই ইনিংসে। অবশ্য দ্বিতীয় টেস্টে পার্থে ২৪ ও ৪ রান করতে পেরেছেন। ভারতীয়রা এবার অস্ট্রেলিয়া সফরে নিজেদের ঘরের মাটিতেই খেলছে এমন প্রদর্শনী ইতোমধ্যেই দেখিয়েছে। সেটা সম্ভব হয়েছে পুজারা-কোহলির দারুণ ব্যাটিংয়ে। যদিও অস্ট্রেলিয়ার গতিময় ও বাউন্সি উইকেটে ঠিকই কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডরা ভাল করছেন। তবে তাদের গতির বিরুদ্ধে পুজারা-কোহলির ব্যাট যেন বড় দেয়াল হয়ে উঠেছে। সে জন্য অসিরা সুবিধা করতে পারছে না। নিজেদের মাঠেই পরবাসীর মতো অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছেন। কামিন্স বোলিংয়ের সময় আরও ভালভাবে বুঝেছেন ভারতীয় ব্যাটসম্যানরা কিভাবে ব্যাট চালিয়ে বড় রান পাচ্ছে। সে জন্যই এখন তিনি নিজ দলের ব্যাটসম্যানদের শিখতে বলছেন কোহলি-পুজারার কাছ থেকে। কামিন্স বলেন, ‘এটা অবশ্যই আদর্শিক কোন ব্যাপার নয়। আমরা প্রথম ইনিংসের বিষয়গুলো নিয়ে ভেবে নিজেদের বদলানোর চেষ্টা করব এবং ভালভাবে খেলায় ফেরার চেষ্টা করতে হবে। আমরা তাদের কাছ থেকে ফলাফলটা যদি ছিনিয়ে নিতে চাই সেক্ষেত্রে অবশ্যই ভাল ব্যাটিং করতে হবে। আমাদের একেবারেই তরুণ প্রজন্মের একটি ব্যাটিং লাইনআপ এবং তারা খুবই কঠোর পরিশ্রম করছে। আমরা ভারতের প্রথম ইনিংস থেকে কী দেখলাম! আমরা পুজারা ও বিরাটের মধ্যে কঠোর মানসিকতা দেখেছি। তারা যেভাবে নিজেদের ব্যাটিংশৈলী দেখিয়েছে সেখান থেকে আমাদের অবশ্যই শিখতে হবে। রান করার জন্য অবশ্যই অনেকগুলো বল মোকাবেলা করা প্রয়োজন। এখানে এ রকম উইকেটে রান করাটা বেশ কঠিন, কিন্তু তারা সব চাপ দারুণভাবে মোকাবেলা করেছে এবং রান করেছে। তাদের দেখে আমাদের বুঝতে হবে কিভাবে ব্যাটিং করতে হবে।’
×