ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ০৮:১৬, ২৯ ডিসেম্বর ২০১৮

পাকিস্তানকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার ॥ সেঞ্চুরিয়ন টেস্টে মাত্র আড়াইদিনেই পাকিস্তানকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ১৮১ রানে অলআউট সফরককারীরা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৯০ রানে। শুক্রবার তৃতীয়দিনে ১৪৯ রানের লক্ষ্যটা ৪ উইকেট হারিয়ে ৫০.৪ ওভারে পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ২২৩। গ্রেট ডেল স্টেইনের রেকর্ডের টেস্টে প্রথম ইনিংসে ৬ শিকারের পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তরুণ পেসার ডুয়ানে অলিভিয়েরা। এ জয়ে তিন টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ফ্যাফ ডুপ্লেসিসের দল। বৃহস্পতিবার কেপটাউনে শুরু দ্বিতীয় টেস্ট। সুপারস্পোর্ট পার্কে ছোট লক্ষ্য তাড়ায় অবশ্য শুরুটা ভাল হয়নি দক্ষিণ আফ্রিকার। রানের খাতা খোলার আগেই এইডেন মার্করামকে ফেরান হাসান আলি। এই পেসারের বলে ব্যক্তিগত ৮ রানে ফিরতে পারতেন আমলা। কিন্তু স্লিপে ক্যাচ মুঠোয় নিতে পারেননি ফখর জামান। সুযোগ দুই হাতে কাজে লাগান আমলা। দ্বিতীয় উইকেটে এলগারের সঙ্গে ১১৯ রানের জুটিতে এগিয়ে নেন দলকে। সাবধানী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেয়া ওপেনার এলগারকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন শান মাসুদ। ১০ চারে ১২৩ বলে ৫০ রান করে ফিরেন এলগার। এরপর দ্রুত বিদায় নেন টিউনিস ডি ব্রুইন ও ডুপ্লেসিস। টেম্বা বাভুমাকে নিয়ে বাকিটা সহজেই সারেন আমলা। অভিজ্ঞ এই টপঅর্ডার ব্যাটসম্যান ১১ চারে অপরাজিত থাকেন ৬৩ রান করে। ৯৬ রানে ১১ উইকেট নেয়া দক্ষিণ আফ্রিকার পেসার ডুয়ানে অলিভিয়েরা অবধারিতভাবে জেতেন ম্যাচসেরার পুরস্কার। তবে ম্যাচের আলোচিত ঘটনা ডেল স্টেইনের নিজ দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট উইকেটের রেকর্ড। সেঞ্চুরিয়নে প্রথমদিনই মাঠে নেমে ১ উইকেট তুলে রেকর্ডটি এককভাবে নিজের করে নিয়েছেন ৩৫ বছর বয়সী গতিতারকা। টেস্টে স্টেইনের বর্তমান উইকেট ৪২৪টি। এর আগে রেকর্ডটি সাবেক তারকা শন পোলকের সঙ্গে ভাগাভাগি করেছিলেন। দ্বিতীয় ইনিংসের দুটিসহ টেস্টে পোলকের মোট উইকেট এখন ৪২১টি। উল্লেখ্য, টেস্টে রেকর্ড সর্বোচ্চ ৮০০ উইকেটের মালিক লঙ্কান গ্রেট মুত্তিয়া মুরলিধরন। তবে স্টেইনের অর্জনের টেস্টে বল হাতে আলো ছড়িয়ে নায়ক বনে গেছেন উত্তরসূরি তরুণ পেসার ডুয়ানে অলিভিয়েরা। স্কোর \ পাকিস্তান প্রথম ইনিংস \ ১৮১/১০ (৪৭ ওভার; ইমাম ০, ফখর ১২, মাসুদ ১৯, আজহার ৩৬, বাবর ৭১, সরফরাজ ০, আমির ১, ইয়াসির ৪, হাসান ২১, আফ্রিদি ০; স্টেইন ১/৬৬, রাবাদা ৩/৫৯, অলিভিয়েরা ৬/৩৭, মহারাজ ০/১০) ও দ্বিতীয় ইনিংস \ ১৯০/১০ (৫৬ ওভার; ইমাম ৫৭, ফখর ১২, মাসুদ ৬৫, সরফরাজ ০, আমির ১২; স্টেইন ২/৩৪, রাবাদা ৩/৪৭, অলিভিয়েরা ৫/৫৯)। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস \ ২২৩/১০ (৬০ ওভার; মার্করাম ১২, এলগার ২২, আমলা ৮, ডি ব্রুইন ২৯, ডুপ্লেসিস ০, বাভুমা ৫৩, স্টেইন ২৩, ডি কক ৪৫, রাবাদা ২৩; আমির ৪/৬২, হাসান ২/৭০, আফ্রিদি ৪/৬৪) ও দ্বিতীয় ইনিংস \ ১৫১/৪ (৫০.৪ ওভার; এলগার ৫০, মার্করাম ০, আমলা ৬৩*, ডি ব্রুইন ১০, ডুপ্লেসিস ০, বাভুমা ১৩*; আমির ০/২৪, হাসান ১/৩৯, আফ্রিদি ১/৫৩, ইয়াসির ১/২০, মাসুদ ১/৬)। ফল \ দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা \ ডুয়ানে অলিভিয়েরা (দক্ষিণ আফ্রিকা)। সিরিজ \ তিন টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-০ ব্যবধানে এগিয়ে।
×