ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোর শূন্যস্থানে সালাহ!

প্রকাশিত: ০৮:১৪, ২৯ ডিসেম্বর ২০১৮

 রোনাল্ডোর শূন্যস্থানে সালাহ!

স্পোর্টস রিপোর্টার ॥ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আচমকা রিয়াল মাদ্রিদ ছাড়বেন এটা ভাবতে পারেননি অনেকেই। এর ফলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা এখনও পূরণ হয়নি। গ্যালাক্টিকোরা আপ্রাণ চেষ্টা করছে সিআর সেভেনের অভাব পূরণ করতে। এ লক্ষ্যে এবার তারা লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহর দিকে নজর দিয়েছে। সালাহকে সান্টিয়াগো বার্নাব্যুতে পেতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ। মিসরীয় মেসিকে পেতে লিভারপুলের জন্য মার্কো এ্যাসেনসিওকে দিতেও রাজি তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে শুক্রবার এমনই জানা গেছে। জানা গেছে, মৌসুমের মাঝামাঝিতে এ্যাসেনসিওকে নিয়ে পুরোপুরি খুশি নয় রিয়াল। কারণ এই সময়ে এক ম্যাচে মাত্র একটি গোল করতে পেরেছেন স্পেনের তরুণ ফরোয়ার্ড। বিপরীতে লিভারপুলের জার্সিতে সব প্রতিযোগিতা মিলে মৌসুমের প্রথমার্ধে সালাহ গোল করেছেন ১৫টি। পেরেজের আশা, রোনাল্ডোর শূন্যস্থান ভরাট করতে সালাহকে দলে টানতে পারবেন তিনি। এদিকে আরেক খবরে জানা গেছে, অসৎ পন্থায় পেনাল্টি আদায়ের কারণে ফুটবল এ্যাসোসিয়েশন (এফএ) কোন শাস্তি দেবে না সালাহকে। বুধবার বক্সিং ডে ফুটবল ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে অন্যায়ভাবে পেনাল্টি আদায় করেছেন এই মিসরীয়। এ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে ৪-০ গোলে জয়লাভ করে টেবিলের শীর্ষে থাকা লিভারপুল। ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড় পল ডুমেট সালাহর বাহুতে আলতো টান দিলে মাটিতে লুটিয়ে পড়েন সালাহ। ফলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। যেটিকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ‘আলতো’ স্পট কিক হিসেবে অভিহিত করেছেন ম্যাগপাইসদের কোচ রাফায়েল বেনিতেজ। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধের ওই ঘটনায় কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে না বলে নিশ্চিত করেছে এফএ। কারণ ম্যাচ অফিসিয়ালদের কাছ থেকে এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযুক্ত হলে মিসরীয় এই তারকাকে অন্তত দুই ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়তে হতো। তবে এখন তিনি মুক্ত। যে কারণে ক্লাবের হয়ে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে পরবর্তী দুই ম্যাচে খেলতে পারবেন সালাহ। বিতর্কিত ওই পেনাল্টি থেকে গোল করে দ্য রেডসদের ২-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন সালাহ। এর আগে লিভারপুলের হয়ে প্রথম গোল করেছিলেন দেইয়ান লভরেন। পরে বাকি গোল দুটি করেন জারদান শাকিরি ও ফাবিনহো। এই জয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গে ৬ পয়েন্টের ব্যবধান করেছে টেবিলের শীর্ষে থাকা জার্গেন ক্লাবের শিষ্যরা। লীগে এ পর্যন্ত ১২টি গোল করেছেন সালাহ। তারচেয়ে এক গোল বেশি নিয়ে সর্বোচ্চ গোলদাতার আসনে আছেন পিয়েরে এমেরিক আবামেয়াং। শীতকালীন দলবদলের আরেকটি গরম খবর চাউর হয়েছে। সেটা হচ্ছে ইতালি ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমাতে চান রিয়ালের সাবেক তারকা গঞ্জালো হিগুয়াইন। চেলসির বর্তমান কোচ সারি আর্জেন্টাইন তারকার সাবেক গুরু। নেপোলিতে তার অধীনে খেলেছেন। সম্পর্কের সেই সূত্র ধরেই আবার এক হতে চান তারা। চেলসিতে যাওয়ার ব্যবস্থা করতে এসি মিলানকে অনুরোধও করেছেন হিগুয়াইন। সংবাদ মাধ্যমের খবর, জুভেন্টাস থেকে চলতি মৌসুমে এসি মিলানে যোগ দেয়ার পর দলের হয়ে তেমন আলো ছড়াতে পারেননি হিগুয়াইন। এ কারণেই কিছুটা হতাশ আর্জেন্টাইন তারকা লীগ পরিবর্তন করে নতুন চ্যালেঞ্জ নিতে চান।
×