ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টেম্পারিং করতে বলেছিলেন ওয়ার্নার ॥ ব্যানক্রফট

প্রকাশিত: ০৮:১৪, ২৯ ডিসেম্বর ২০১৮

 টেম্পারিং করতে বলেছিলেন  ওয়ার্নার ॥ ব্যানক্রফট

স্পোর্টস রিপোর্টার॥ বল টেম্পারিংয়ের একটি ঘটনায় বিশ্ব ক্রিকেট হয়েছিল তোলপাড়। গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের জন্য অভিযুক্ত হন তৎকালীন অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভেন স্মিথ, সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নার ও তরুণ ওপেনার ক্যামেরন ব্যানক্রফট। সেই ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) থেকে ১ বছরের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পেয়েছেন স্মিথ-ওয়ার্নার এবং ৯ মাসের জন্য ব্যানক্রফট। ব্যানক্রফটের নিষেধাজ্ঞা এ মাসের পরই উঠে যাচ্ছে। এর আগে তিনি দাবি করলেন, কেপটাউন টেস্টে তাকে সিরিশ কাগজে ঘষে বলের আকৃতি বিকৃত করতে বলেছিলেন ওয়ার্নারই। চলতি বছরের মার্চে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের শাস্তি প্রায় শেষের পথে অপরাধী ক্রিকেটারদের। তবে সেই আলোচিত কান্ডের রেশ রয়ে গেছে এখনও। গত সপ্তাহে টেম্পারিং নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কথা বলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্মিথ। এবার তার মতো করেই সামনে এলেন ব্যানক্রফট। এই ডিসেম্বরের শেষেই মুক্ত হয়ে যাবেন এ তরুণ। এর আগে জানালেন কেন টেম্পারিংয়ে জড়িয়েছিলেন নিজেকে। দেশের জনপ্রিয় এক ক্রীড়া চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘ডেভ (ওয়ার্নার) আমাকে বল টেম্পারিং করতে পরামর্শ দিয়েছিল। আমি তখন এ নিয়ে বেশি কিছু জানতাম না। অতটা ভাবিওনি। আমি তখন নতুন ছিলাম। দলে গুরুত্ব পেতে চেয়েছিলাম। সে কারণে আমি তার কথায় সাড়া দেই। আমি আসলে এর বাইরে কিছুই চিন্তা করিনি। কিন্তু আমার ভুলের জন্য আমাকে বড় মূল্য দিতে হয়েছে। আমি যখন ঘুমাতে যাই তখন মনে হয় আমি সবাইকে ছোট করেছি। আমার মনে হয় আমি আমাদের জয়ের সুযোগ নষ্ট করেছি। আমি অনেক বড় অপরাধ করেছি যা আমাকে এখনও তাড়িয়ে বেড়ায়।’ স্মিথও সরাসরি ওয়ার্নারের দিকে আঙ্গুল না তুললেও বলেন, ‘আমার রুমে বসেই পরিকল্পনা হয়েছে। আমি আগ্রহ না দেখালেও ইচ্ছা করলেই আমি তা বন্ধ করতে পারতাম। কিন্তু করিনি।’
×