ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মানিকগঞ্জে ২ স্পিডবোট সংঘর্ষে একজন নিহত

প্রকাশিত: ০৮:০৩, ২৯ ডিসেম্বর ২০১৮

  মানিকগঞ্জে ২ স্পিডবোট সংঘর্ষে একজন নিহত

বিডিনিউজ ॥ মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে, এছাড়া দুর্ঘটনার পর আরও তিনজন নিখোঁজ রয়েছেন। শিবালয় থানার ওসি মিজানুর রহমান জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে আরিচা-কাজীরহাট নৌপথে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন (৪২) পাবনার সাঁথিয়া উপজেলার ঘুঘুধারা গ্রামের নজরুল ইসলামের ছেলে। নিখোঁজ তিনজন হলো নরসিংদী সদর উপজেলার তারাবো এলাকার দেলোয়ার হোসেনের নয় মাসের ছেলে তামিম হোসেন, মেয়ে তনয় আক্তার (৩) ও পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম এলাকার রফিকুল ইসলামের মেয়ে দীপ্তি আক্তার (১৫)। ওসি রহমান বলেন, আরিচা ঘাট থেকে যাত্রী নিয়ে পাবনার কাজীরহাট ঘাটে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্পিডবোটের চার যাত্রী নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতপরিচয় একজনের লাশ উদ্ধার করতে পারলে অন্য তিনজনের খোঁজ পাচ্ছে না বলে তিনি জানান। দেলোয়ারের বরাতে ওসি রহমান বলেন, দেলোয়ার তার দুই সন্তানকে নিয়ে স্পিডবোটে করে যাচ্ছিলেন। সংঘর্ষের পর তিনি আর তার দুই সন্তানকে দেখতে পাননি। অন্য যাত্রীরা জানিয়েছেন, দীপ্তি নামে আরও এক কিশোরী ওই স্পিডবোটে ছিল, যাকে তারা দুর্ঘটনার পর আর দেখতে পাননি।
×