ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শেখ হাসিনার নির্দেশ

প্রকাশিত: ০৭:৩২, ২৯ ডিসেম্বর ২০১৮

 ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শেখ হাসিনার নির্দেশ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রবিবার জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেন্দ্র ও তার আশপাশে এলাকায় জ্বালাও-পোড়াও, বিশৃঙ্খলা ও ভোট বানচালের চেষ্টা যাতে কেউ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। এছাড়া নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত দলের কেন্দ্রীয় চার নেতাকে সারাদেশের ভোটের পর্যবেক্ষণ সেলের দায়িত্ব দিয়েছেন তিনি। আজ শনিবার সকাল থেকে এই পর্যবেক্ষণ সেল কাজ করবে। শুক্রবার রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে এক অনানুষ্ঠানিক বৈঠকে উপস্থিত নেতাদের তিনি এসব নির্দেশনা দেন বলে একাধিক সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যা যা করণীয় সবকিছু করার নির্দেশ দেন তিনি। বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত একাধিক নেতা জনকণ্ঠকে জানান, নেত্রী (শেখ হাসিনা) বার বার আমাদের সতর্ক করেছেন যাতে ভোটে কেউ নৈরাজ্য করতে না পারে। বিএনপি-জামায়াত ভোট বানচালের চেষ্টা করতে পারে। এই নির্বাচন আমাদের জন্য সম্মানের এবং এই সম্মান ধরে রাখতে ভোটের পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। কোনভাবেই যাতে কেউ নাশকতা করতে না পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। বৈঠকে দলীয় সভাপতি কয়েকজনকে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব দিয়েছেন। তারা আজ শনিবার সকাল থেকে প্রতিটি আসন ধরে ধরে নির্বাচনী অবস্থার তথ্য সংগ্রহ করবেন। যেসব আসনে সহিংসতার আশঙ্কা রয়েছে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন। এদিকে নির্বাচন উপলক্ষে ধানমন্ডির দলীয় সভাপতি রাজনৈতিক কার্যালয়ের প্রবেশ পথের এক পাশে বসানো হয়েছে কাউন্টডাউন প্রজেক্টর, অন্য পাশে বিশাল আকৃতির একটি মনিটর। এই মনিটরে সারাদেশের নির্বাচনী খবরাখবর দেখতে পাবেন নেতাকর্মী ও সমর্থকরা। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপন করা হয়েছে তথ্য কেন্দ্র। এখান থেকে যেমন নেতাকর্মীরা নির্বাচন সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারবেন, তেমনই গণমাধ্যম কর্মীরাও নিতে পারবেন প্রয়াজনীয় তথ্য এবং সর্বশেষ আপডেট। আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি নিজ দলের ও মহাজোটের মনোনীত সব প্রার্থীর নির্বাচনী কার্যক্রম মনিটরিং এবং সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে বঙ্গবন্ধু এভিনিউয়ে আট বিভাগের জন্য আটটি টেলিফোন ও ফ্যাক্স নম্বর স্থাপন করা হয়েছে। এসব নম্বরে সারাদেশের জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভাসহ সব শাখার নেতাদের সর্বক্ষণিক যোগাযোগের সুবিধা থাকছে। এদিকে শুক্রবার সারাদেশে দলীয় প্রার্থী ও এজেন্টদের কাছে প্রয়োজনীয় বার্তা পৌঁছানো শেষ হয়েছে। তাদের কাছে পাঠানো হয়েছে পোলিং এজেন্ট প্রশিক্ষণ সহায়িকা। এছাড়া নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করতে সর্বক্ষণিক প্রস্তুত রয়েছে একটি চৌকস টিম, যারা দলের পক্ষে ইসির কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরবেন এবং প্রতিকার চাইবেন। বিদেশী পর্যবেক্ষক এবং সাংবাদিকদের প্রয়োজনীয় সহায়তার জন্য খোলা হয়েছে আরেকটি পৃথক সেল। হোটেল সোনারগাঁয়ে স্থাপিত তথ্য কেন্দ্র থেকে তাদের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রণয়ন করা হবে। সূত্র জানায়, গণভবনের অনানুষ্ঠানিক বৈঠকে নির্বাচনে দলের অবস্থা সম্পর্কে শেখ হাসিনা নেতাদের কাছে জানতে চান। এ সময় নেতারা বলেন, দলের সর্বস্তরের নেতাকর্মীরা এবার বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছে। বিজয় আমাদের হবেই। জবাবে শেখ হাসিনা বলেন, নির্বাচন সামনে রেখে সবার সজাগ ও সতর্ক থাকতে হবে। কেউ যাতে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সবার চোখ-কান খোলা রাখতে হবে।
×