ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এনটিভিতে আজ ‘বুক পকেটের গল্প’

প্রকাশিত: ০৭:১৪, ২৯ ডিসেম্বর ২০১৮

 এনটিভিতে আজ ‘বুক পকেটের গল্প’

সংস্কৃতি ডেস্ক ॥ এনটিভিতে আজ রাত ৯-০৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘বুক পকেটের গল্প।’ সৈয়দ ইকবালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাইসুল তমাল। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, নাজিয়া হক অর্ষা, নুসরাত জাহান রথি প্রমুখ। ‘বুক পকেটের গল্প’ নাটকের গল্পে দেখা যাবে পাঁচ বছর পর দেশে এসেছে রুদ্র। চেনা রাস্তা আর চেনা পরিবেশে হাঁটতে আর ফেলে আসা দিনগুলোর কথা খুব মনে পড়ে। হঠাৎই দেখা হয় অবন্তিকার সঙ্গে। সেই অবন্তিকা, যে অবন্তিকা হয়ত রুদ্রকে একটা সময় ভালবাসত। কিন্তু রুদ্র তো আর ঘর বাঁধার মানুষ নয়। ফটোগ্রাফিকে সঙ্গী করে ঘুরে বেড়ায় কখনও পাহাড়, কখনও সমুদ্রে কিংবা কখনও বা অজানা কোন সবুজের অবগাহনে। এই রুদ্রর সঙ্গে আবার পারিবারিকভাবে বিয়ে হওয়ার কথা ছিল পৃথার। পৃথা হচ্ছে রুদ্রর ছোট খালার মেয়ে। পারিবারিকভাবে একটা সম্পর্ক থাকায় পৃথা আর রুদ্র সব সময় একসঙ্গে চলাফেরা করেছে। সেই চলাফেরার ফাঁকে পৃথা যে কখন মনের অজান্তে রুদ্রকে ভালবেসে ফেলেছে, সেটা সে নিজেও জানে না।
×