ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইল ৭ আসন ॥ এবারও পথ হারাবেন না ভোটাররা

প্রকাশিত: ০৭:১০, ২৯ ডিসেম্বর ২০১৮

টাঙ্গাইল ৭ আসন ॥ এবারও পথ  হারাবেন না  ভোটাররা

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২৮ ডিসেম্বর ॥ এবারও জাতীয় সংসদ নির্বাচনে পথ হারাবেন না টাঙ্গাইল ৭ মির্জাপুর নির্বাচনী এলাকার ভোটাররা। মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রার সঙ্গে সম্পৃক্ত থাকতে চান তারা। প্রচারের শেষ সময়ে ভোটারদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। মির্জাপুর এলাকায় প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হলেন আওয়ামী লীগ প্রার্থী মোঃ একাব্বর হোসেন (নৌকা) এবং বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী (ধানের শীষ)। প্রার্থীদের প্রচার শেষ হয়ে গেলেও ভোটারদের মধ্যে ভোটালাপের কমতি নেই এখনও। সর্বত্রই চলছে শেষ মুহূর্তের ভোট কথন। কাকে ভোট দিলে দেশের মানুষের উন্নতি হবে, এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজ, ব্রিজ ও কালভার্ট, কৃষি এবং স্বাস্থ্যসেবার উন্নতি হবে এ রকম নানা ভাবনা নিয়ে আলাপচারিতায় ভোটের শেষ সময়ে ব্যস্ত রয়েছেন ভোটাররা। তবে মির্জাপুরের বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা এবারও দেশের উন্নয়ন অগ্রযাত্রার সঙ্গে সম্পৃক্ত থেকে যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। ২০০৮ সাল থেকে আওয়ামী লীগ সরকার পর পর দুবার ক্ষমতায় থাকার পর মির্জাপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে যোগাযোগ ও শিক্ষাক্ষেত্রে আশানুরূপ উন্নয়ন হওয়ায় মির্জাপুর এলাকার মানুষের জীবন যাত্রার মানের উন্নয়ন ঘটেছে। মির্জাপুর উপজেলা ১৪টি ইউনিয়ন ও একটি পৌর সভায় সুষম উন্নয়ন হওয়ার পাশাপাশি এ এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে বলে ভোটাররা জানিয়েছেন।
×