ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নীলফামারী-২ ॥ নূরকে সমর্থন দিলেন বিএনপি নেতারা

প্রকাশিত: ০৬:৫৬, ২৯ ডিসেম্বর ২০১৮

 নীলফামারী-২ ॥  নূরকে সমর্থন দিলেন বিএনপি  নেতারা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অষ্টম সংসদ থেকে টানা তিন মেয়াদে নীলফামারী-২ (সদর) আসনে সংসদ সদস্য হিসেবে রয়েছেন বরণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। দশম সংসদের সরকারে হয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। এর আগে সপ্তম সংসদে জাতীয় পার্টির আহসান আহমেদ হাচান এবং ষষ্ঠ সংসদে ছিলেন বিএনপির দেওয়ান নূর-উন-নবী আহমেদ। এখানে জামায়াতের কোন প্রার্থী কোন সময়ই বিজয়ী হতে পারেনি। একাদশ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আসাদুজ্জামান নূর এই আসনে আওয়ামী লীগ অর্থাৎ মহাজোটের প্রার্থী হয়েছেন। নূরসহ এই আসনে প্রার্থী রয়েছে ৫জন। এদের মধ্যে নূরের প্রধান প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমির মনিরুজ্জামান মন্টু। এলাকার ব্যাপক উন্নয়নের হাতিয়ার টানা তিনবারের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বিকল্প নেই বলে সাধারণ ভোটাররা নৌকার পক্ষে সমর্থন দিয়েছে। নূরের নৌকা প্রতীকে ভোট দিতে চায় জেলা বিএনপির নেতারাও। এদিকে নৌকার পক্ষে এই আসনে প্রতিটি সেক্টর থেকে বিপুল সমর্থন পেয়েছেন আসাদুজ্জামান নূর। প্রচারে স্বেচ্ছায় হাজার হাজার নারী-পুরুষ মাঠে নেমে মিছিল করেছে। এদিকে জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সোনারায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম আবুল হোসেন শাহ শুক্রবার বিকেলে সাংবাদিকদের বলেন ‘নূরই আশা, নূরই ভরসা’ আমি ও আমার পরিবার এবং সোনারায় বিএনপির সকল নেতাকর্মী জামায়াত প্রার্থীকে প্রত্যাখ্যান করে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়েছি বলে জানান বিএনপির এই নেতা।
×