ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাশকতার পরিকল্পনাকারী

মেজর হাফিজের ফোনালাপ ফাঁস, আটক বিএনপির কর্মী

প্রকাশিত: ০৬:১৪, ২৯ ডিসেম্বর ২০১৮

মেজর হাফিজের  ফোনালাপ  ফাঁস, আটক  বিএনপির কর্মী

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৮ ডিসেম্বর ॥ ভোলা-৩ আসনের নাশকতার পরিকল্পনার অভিযোগে র‌্যাব-৮ অভিযান চালিয়ে বাবুল বিশ্বাস (৪৫) নামে এক বিএনপির কর্মীকে আটক করেছে। আটককৃত বাবুল ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের কাজিরাবাদ এলাকার মোঃ কালু বিশ^াসের ছেলে। শুক্রবার বিকেলে ভোলার শহরের মোল্লা পট্টি এলাকায় র‌্যাব-৮ ভোলা ক্যাম্পে এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৮ এর সিনিয়র এএসপি সোয়েব আহমেদ। জানা গেছে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনের বিএনপি প্রার্থী মেজর হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে মোবাইল ফোনে নাশকতার পরিকল্পনা করছে। এমন অভিযোগে ভিত্তিতে বাবুলকে শুক্রবার ভোর রাতে আটক করা হয়েছে। আটকের পর তাকে লালমোহন থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানান, আটককৃত বাবুলসহ ভোলা-৩ আসনের প্রার্থী মেজর (অব) হাফিজ উদ্দিনের বিরুদ্ধে লালমোহন থানায় একটি মামলা করা হয়েছে। এদিকে মেজর অব হাফিজ উদ্দিন ও বাবুল বিশ্বাসসহ পৃথক আরও এক জামায়াত নেতার ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে।
×