ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অপহরণের পর ছাত্র হত্যা

একই পরিবারের চারজন আটক

প্রকাশিত: ০৬:১৪, ২৯ ডিসেম্বর ২০১৮

  একই পরিবারের চারজন আটক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে মুক্তিপণের দাবিতে অপহরণের পর স্কুল ছাত্র শিশু নিফাতকে হত্যার ঘটনায় মা, ছেলে, মেয়ে ও পুত্রবধূসহ একই পরিবারের চারজনকে আটক করেছে র‌্যাব-১’র সদস্যরা। আটককৃতরা হলো নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার নোয়াপাড়া গ্রামের রজব আলীর স্ত্রী রোজিনা বেগম (৪৫), তাদের ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৬), পুত্রবধূ তানজিনা (১৮), মোসাঃ মঞ্জুরা আলী আহম্মেদের স্ত্রী বেগম (২৫) ও কবিরুল ইসলামের স্ত্রী মাজেদা বেগম (৪০)। এদের মধ্যে তানজিনা ও মাজেদা গ্রেফতারকৃত রফিকুলের বোন। র‌্যাব-১’র পোড়াবাড়ি ক্যাম্পের স্পেশালাইজড কোম্পানির কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন শুক্রবার জানান, মুক্তিপণের দাবিতে গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানার বাহাদুরপুর তুলসি ভিটা এলাকার হযরত আলীর ছেলে ইফতিয়াক হোসেন নিফাতকে (১১) অপহরণের পর হত্যার ঘটনায় জড়িত সন্দেহে কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে র‌্যাব-১’র পোড়াবাড়ি ক্যাম্পের স্পেশালাইজড কোম্পানির সদস্যরা বাহাদুরপুর এলাকায় বৃহস্পতিবার অভিযান চালায়। র‌্যাব সদস্যরা এ সময় নিফাত হত্যার ঘটনার মূল আসামি রফিকুল ও তার মা, দুই বোন ও স্ত্রীসহ চারজনকে আটক করে। আটককৃতরা মুক্তিপণের দাবিতে নিফাতকে অপহরণের পর হত্যার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত রফিকুল গত ১০ বছর যাবত স্ত্রী, মা ও বোন নিয়ে গাজীপুরের বাহাদুরপুর এলাকার ভাড়া বাসায় থেকে স্থানীয় বিভিন্ন গার্মেন্টস কারখানায় চাকরি করে আসছে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, বড় অঙ্কের টাকা পাওয়ার আশায় প্রায় তিন মাস আগে নিফাতকে অপহরণের পরিকল্পনা করে আটককৃতরা। পরিকল্পনার অংশ হিসেবে রফিক প্রায়শ নিফাতের সঙ্গে খেলাধুলা করত। গত বুধবার খেলার সময় রফিক কৌশলে নিফাতকে অপহরণ করে তাদের ঘরে নিয়ে আটক করে। এ সময় নিফাত চিৎকার শুরু করলে আসামিরা গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে নিফাতকে হত্যা করে লাশ পার্শ্ববর্তী আমবাগানে ফেলে রাখে। পরে আলামত ধ্বংস করার জন্য নিফাতের জুতা ও খেলার ব্যাট আগুনে পুড়িয়ে ফেলে তারা। এ ঘটনার পর অপর আসামি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার নোয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মোঃ হারুন (২৭) পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, বিভিন্ন অপরাধ বিষয়ক সিনেমা ও নাটক বিশেষত ক্রাইম পেট্রোলে দেখানো বিভিন্ন অপরাধমূলক কর্মকা- থেকে উৎসাহিত হয়ে এ ঘটনার পরিকল্পনা করে।
×