ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তিন জেলায় আওয়ামী লীগের অফিসে হামলা, ভাংচুর

প্রকাশিত: ০৫:৩৭, ২৯ ডিসেম্বর ২০১৮

  তিন জেলায় আওয়ামী লীগের অফিসে হামলা, ভাংচুর

জনকণ্ঠ ডেস্ক ॥ নির্বাচনের শেষ মুহূর্তে এসে নেত্রকোনা, জয়পুরহাট ও কুমিল্লার দাউদকান্দিতে শুক্র ও বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে স্থানীয় জামায়াত-বিএনপির সমর্থক-দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ সময় দুর্বৃত্তরা আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প ভাংচুর করে। এতে কয়েকজন আহত হয়। এছাড়া, ফরিদপুরে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়। এদিকে, কিশোরগঞ্জের বাজিতপুরে পুলিশ-বিজিবির ছোড়া গুলির শব্দে আতঙ্কিত হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। খবর সংবাদদাতার। নেত্রকোনা ॥ জেলার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার চ-িগড় বাজারে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ভাংচুর করেছে দুর্বৃত্তরা। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করেছেন, বিএনপি-জামায়াতের দুষ্কৃতকারীরা এ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। জয়পুরহাট ॥ জাতীয় সংসদ নিবাচনের পূর্ব মুহূর্তে বৃহস্পতিবার গভীর রাতে জয়পুরহাট-২ আসনে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালাবাজারে আ’লীগের নির্বাচনী অফিসে ভাংচুর চালিয়েছে স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪ নেতাকে মারপিট করে আহত করেছে তারা। আহতদের ঐ রাতেই জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো-মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নাছির আলী, মাত্রাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম মোস্তফা, যুবলীগ কর্মী বেলাল হোসেন ও ছাত্রলীগ কর্মী মাহমুদুল ইসলাম। দাউদকান্দি, কুমিল্লা ॥ দাউদকান্দিতে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা করেছে একদল দুর্বৃত্ত। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার সুন্দুলপুর বাজারে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাংচুর করতে থাকলে আল আমিন (৩০) ও শাহজাহান (৩৪) নামে দুজন বাধা দিলে তাদের পিটিয়ে আহত করে পালিয়ে যায়। ফরিদপুর ॥ নির্বাচনের শেষ মুহূর্তে এসেও ফরিদপুর-৪ আসনে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফর উল্যাহ ও স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান চৌধুরী। কিশোরগঞ্জ ॥ জেলার বাজিতপুরে পুলিশ ও বিজিবির ছোড়া গুলির শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে হার্ট এ্যাটাকে মোঃ সহীদ মিয়া (৬০) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সরারচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও ॥ সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় নির্বাচনী প্রচার চালাতে গেলে ধানের শীষের কর্মীরা নৌকা মার্কার সমর্থকদের ৭টি মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে। শুক্রবার রাত ৮টায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টায় জেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমানের উপস্থিতিতে বড়গাঁও চৌধুরীহাট এলাকায় ধানের শীষৈর কর্মী জনৈক হাসেমের বাড়ির পাশে নির্বাচনী প্রচারের মূল সভা করছিল। ওই সময় নৌকা মার্কার কর্মী নোবেল সিংহের নেতৃত্বে ১৪-১৫ কর্মী ধানের শীষের সভার পাশ দিয়ে যাওয়ার সময় জুলফিকার আলীর নেতৃত্বে ধানের শীষের কর্মীরা তাদের পথরোধ করে এবং বেধড়ক মারপিট করে। নৌকার কর্মীরা প্রাণ বাঁচাতে পালিয়ে আসলে ধানের শীষের কর্মীরা তাদের ফেলে যাওয়া ৭টি মোটরসাইকেল আগুন লাগিয়ে দেয়। এতে সবকটি মোটরসাইকেল আগুনে পুড়ে ভস্মীভ‚ত হয়। খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুড়ে যাওয়া মোটরসাইকেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
×