ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হিমেল হাওয়ায় শিশুরা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত রোগে

প্রকাশিত: ০৪:৪০, ২৯ ডিসেম্বর ২০১৮

হিমেল হাওয়ায় শিশুরা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত রোগে

স্টাফ রিপোর্টার ॥ প্রকৃতিতে হিমেল হাওয়া জানান দিচ্ছে শীত এসে গেছে। আবহাওয়ার এ পরিবর্তনে শিশুরা আক্রান্ত হচ্ছে বিভিন্ন ঠান্ডাজনিত রোগে। আবহাওয়া অফিস বলছে সামনে শীতের তীব্রতা আরো বাড়বে। তাই রোগ প্রতিরোধে এসময় শিশুদের প্রতি বেশি যত্নবান আর সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। সবুজ ঘাসে শিশিরের আলিঙ্গন। কুয়াশায় মোড়া মেঠোপথ। কনকনে শীত না থাকলেও প্রকৃতিতে বইছে হিমেল হাওয়া। পৌষের এই হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়ছে শিশুরা। আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত নানান রোগে। চিকিৎসকরা বলছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে শীতের সময় শিশুরা খুব সহজেই আক্রান্ত হয়। তাই তাদের পরামর্শ, এ সময়টাতে শিশুর প্রতি বেশি যত্নবান হওয়ার। আবহাওয়া অফিস বলছে, এখনও সেভাবে শীত জেঁকে না বসলেও সামনের সপ্তাহে বাড়বে তীব্রতা। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
×