ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৪০ বছর ধরে কবর খুঁড়ছেন নূর মোহাম্মদ

প্রকাশিত: ০৪:৩২, ২৯ ডিসেম্বর ২০১৮

৪০ বছর ধরে কবর খুঁড়ছেন নূর মোহাম্মদ

৪০ বছর ধরে কবর খুঁড়ছেন চাঁপাইনবাবগঞ্জের নূর মোহাম্মদ। কোন পারিশ্রমিক ছাড়াই। এটাই যেন তাঁর একমাত্র নেশা ও পেশা এখন। পার্টি চাইলে বাঁশের বেড়া দিয়ে ঘিরেও দেন। পৌরসভার ১৪ নং ওয়ার্ডের আজাইপুর মহল্লার বাসিন্দা নূর মোহাম্মদ। বয়স প্রায় ৬৫-৭০। তিনি বিগত ৪০টি বছর ধরে বিনা পারিশ্রমিকে মৃত মানুষের দাফনের জন্য এ মহৎ কাজটি করে চলেছেন নিঃস্বার্থভাবে। তার একাধিক ছেলে মেয়ে রয়েছেন। তিনি বলেন, আমি ৪০ বছরে প্রতিমাসেই ৮-১০ জন মানুষের জন্য কবর খুঁড়ছি। সে হিসেবে সব মিলিয়ে নূর মোহাম্মদ প্রায় ৪ হাজার মানুষের কবর খুঁড়েছেন। তিনি আরও জানান, কোন মানুষের মৃত্যুর খবর পেলেই সব কাজ ফেলে কোঁদাল হাতে ছুটে চলেন গোরস্তানে। নূর মোহাম্মদ বলেন, শত্রু-মিত্র, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী অথবা অপরিচিত যেই হোক না কেন মৃত্যুর খবর শোনা মাত্রই ছুটে যান কবরস্থানে। নিয়ম অনুযায়ী কবর খুঁড়ে দিয়ে আসি। শুধু কবর নয় তার জানাযাও শরিক হই। তিনি আরও জানান, অনেক পরিবারের মানুষ কবর খোঁড়ার জন্য টাকা দিতে আসে কিস্তু আমি সেটা নিই না। কারণ আমি মনে করি এটা ভাল কাজ। আমাকেও তো একদিন মরতে হবে। কবরে যেতে হবে সবাইকে। এ কাজটি করলে মন থেকে প্রশান্তি পেয়ে থাকি। তা ছাড়া আমি মনে করি মহান আল্লাহ এ কাজের জন্য আমাকে ও আমার সকল পাপ ক্ষমা করে দেবেন। নূর মোহাম্মদ আরও জানান, সমাজে মানুষের উপকারের জন্য নানা রকম কাজ মানুষ করে থাকে। মৃত মানুষের জন্য স্বেচ্ছাই এ কাজ বেছে নিয়েছি। -ডিএম তালেবুন নবী, চাঁপাইনবাবগঞ্জ থেকে
×