ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৩০ ডিসেম্বর মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে নির্বাচিত করার আহ্বান

প্রকাশিত: ০৪:২৩, ২৯ ডিসেম্বর ২০১৮

 ৩০ ডিসেম্বর মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে নির্বাচিত করার আহ্বান

জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বৃহস্পতিবার বিকেলে স্বেচ্ছাসেবী সংস্থা ‘আমরা মানবতার গান গাই’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৩০ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের পক্ষশক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আগামী প্রজন্মের সন্তানদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সম্মেলনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করা হয়। সম্মেলনে মূল প্রতিপাদ্য ছিল নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সম্প্রতি নির্বাচন কমিশন অফিসে সংবাদ সম্মেলন করে যে বক্তব্য রেখেছেন তা সংবিধান বিরোধী। মাহবুব তালুকদার বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড সম্পূর্ণ তৈরি হয়নি। সম্মেলনে বলা হয়, সাংবিধানিক পদে থেকে সংবিধান লঙ্ঘন গর্হিত অপরাধ এবং জনাব তালুকদার এই সংবাদ সম্মেলন করে যে উদাহরণ সৃষ্টি করেছেন তা বাংলাদেশের অস্তিত্বে আঘাত করার শামিল। মাহবুব তালুকদারের এই হীন কর্মের প্রতিবাদ জানান অভিনেতা আমিরুল হক চৌধুরীসহ সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান, বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোল্লা মতিয়ার রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘আমরা মানবতার গান গাই’ প্রেসিডেন্ট খ.ম. খুরশীদ। -বিজ্ঞপ্তি
×