ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইসি মাহবুবের বক্তব্যের প্রতিবাদ জানালেন ড. মিজান

প্রকাশিত: ০৪:২১, ২৯ ডিসেম্বর ২০১৮

 ইসি মাহবুবের বক্তব্যের প্রতিবাদ জানালেন  ড. মিজান

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান। তিনি বলেছেন, মাহবুব তালুকদার প্রধান নির্বাচন কমিশনারকে পাশ কাটিয়ে সংবাদ সম্মেলন করে সংবিধান লঙ্ঘন করেছেন। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা আমরা মানবতার গান গাই। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান। সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সম্প্রতি নির্বাচন কমিশন অফিসে একটি সংবাদ সম্মেলন করেছেন, যা প্রধান নির্বাচন কমিশনারের কনসার্ন ব্যতীত। এটি সম্পূর্ণ সংবিধান বিরোধী। মাহবুব তালুকদার তার বক্তব্যে বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্র্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড সম্পূূর্ণ তৈরি হয়নি। সাংবিধানিক পদে থেকে সংবিধান লঙ্ঘন গর্হিত অপরাধ বলে আমরা মনে করি। তালুকদার সাহেব এই সংবাদ সম্মেলন করে বাংলাদেশে যে, উদাহরণ সৃষ্টি করেছে সেটি সাংবিধানিকভাবে বাংলাদেশের অস্তিত্বে আঘাত করার শামিল। সাংবিধানিকভাবে এই চেইন অব কমান্ড ব্রেক করার জন্য নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের এই হীন কর্মের প্রতিবাদ জানান অভিনেতা আমিরুল হক চৌধুরীসহ উপস্থিত সকল অতিথিগণ।
×