ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ. কোরীয় নৌবাহিনীর রাডারে জাপানী নজরদারি বিমান শনাক্ত

প্রকাশিত: ০৪:১৭, ২৯ ডিসেম্বর ২০১৮

 দ. কোরীয় নৌবাহিনীর রাডারে জাপানী নজরদারি বিমান  শনাক্ত

দক্ষিণ কোরীয় নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার জাপানী সামরিক বাহিনীর একটি নজরদারি বিমানকে রাডারে শনাক্ত (ফায়ার কন্ট্রোল রাডার-এফসিআর) করেছে। সিউল তা অস্বীকার করে বলেছে, এর বিমান কোন জাপানী সামরিক বিমানকে উদ্দেশ্যমূলকভাবে শনাক্ত করেনি এবং বলেছে, জাপানের জন্য বস্তুত তা কোন হুমকি ছিল না। খবর এশিয়ান রিভিউ। ঘটনার পর জাপানের প্রতিরক্ষামন্ত্রী তাকেশি আইঅয়য়া শুক্রবার কড়া প্রতিবাদ জানিয়েছেন। তিনি এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার এ তৎপরতাকে অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করেন এবং সতর্কতা উচ্চারণ করে বলেন যে, এ ঘটনায় এক অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এটা খুবই দুঃখজনক, এ সময় ঘটনাটি ঘটল। তিনি বলেন, এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সে জন্য দক্ষিণ কোরিয়ার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমাদের একটি ডেস্ট্রয়ার রাডার অপারেশন চালাচ্ছিল। কিন্তু তাতে কোন জাপানী টহল বিমান চিহ্নিত করার উদ্দেশ্য ছিল না। আমরা বিষয়টি নিয়ে জাপানী পক্ষের সঙ্গে কথা বলেছি। এরপর আরও ব্যাখ্যা দেয়া হবে যাতে করে ভুল বোঝাবুঝি সামনের দিকে আর অগ্রসর হতে না পারে।
×