ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাইজিরিয়ার দুই সামরিক ঘাঁটি বোকো হারামের দখলে

প্রকাশিত: ০৪:১৭, ২৯ ডিসেম্বর ২০১৮

 নাইজিরিয়ার দুই সামরিক  ঘাঁটি বোকো  হারামের দখলে

বোকো হারামের জঙ্গীরা নাইজিরিয়ার উত্তরপূর্বের দু’টি সামরিক ঘাঁটিতে রাতে হামলা চালিয়ে দখল করে নিয়েছে। এদিকে জিহাদী যোদ্ধারা লেক শাদের একটি গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণ নেয়ার জন্য লড়াই করছে। বৃহস্পতিবার সামরিক সূত্র একথা জানায়। ওই সূত্র জানায়, আইএস মদদপুষ্ট ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএনডব্লিউএপি) জিহাদীরা ব্যাপক লড়াইয়ের পর বগা শহরের একটি নৌঘাঁটি ও বহুজাতিক যৌথ টাস্ক ফোর্সের (এমএনজেটিএফ) একটি ঘাঁটি দখল করে নেয়। সাম্প্রতিক মাসগুলোতে এ অঞ্চলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে বোকো হারাম বারবার হামলা চালায়। বোকো হারামের যোদ্ধারা গাড়িবহর নিয়ে এসে বগা শহরে এ হামলা চালায় এবং এমএনজেটিএফ ঘাঁটি দখল করে। নাম প্রকাশ না করার শর্তে এক সামরিক সূত্র বলে, জিহাদীরা হামলা চালিয়ে বগা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরের নৌবাহিনীর একটি ঘাঁটিও দখল করে নেয়। -এএফপি
×