ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিসরে মানবাধিকার কর্মী মুক্তি পেলেন

প্রকাশিত: ০৪:১৫, ২৯ ডিসেম্বর ২০১৮

 মিসরে মানবাধিকার  কর্মী মুক্তি  পেলেন

মিসরীয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক মানবাধিকার কর্মীকে কারাগার থেকে মুক্তি দিয়েছে। অনলাইনে দেশে যৌন নির্যাতনের বিরুদ্ধে সমালোচনা করে ভিডিও পোস্ট লেখার জন্য তাকে কারাদন্ড দেয়া হয়। খবর এএফপির। আমল ফাতি (৩৪) ফেসবুক ভিডিওতে অভিযোগ করেন যে, কর্তৃপক্ষ নারীদের রক্ষায় ব্যর্থ এবং এরপরই ভুয়া সংবাদ ছড়ানোর অভিযোগে তাকে সেপ্টেম্বরে দু’বছরের মুলতবি কারাদন্ড (আইন মেনে চললে দন্ড কার্যকর না করা) প্রদান করা হয়। আরও একটি মামলায় তাকে আটক রাখা হয়েছিল। ভুয়া সংবাদ প্রচার ও একটি সন্ত্রাসী গ্রুপে সদস্যপদ থাকার জন্য তার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগটি আনা হয়। মিসরের এক আদালত গত সপ্তাহে মুক্তির নির্দেশ দিলে তিনি বৃহস্পতিবার কারাগার থেকে বেরিয়ে আসেন। তার স্বামী বিখ্যাত মানবাধিকার কর্মী মোহাম্মদ লতফাই এএফপিকে বলেন, তিনি (ফাথি) আজ (বৃহস্পতিবার) ছাড়া পেয়েছেন। তার শর্তসাপেক্ষ মুক্তির অর্থ হচ্ছে তাকে নিয়মিত পুলিশের কাছে রিপোর্ট করতে হবে। ফাথিকে ভিডিও ফুটেজের কারণে মেতে প্রথম গ্রেফতার করা হয়। ওই ফুটেজে তিনি অভিযোগ করেন যে, এক ব্যাংকে প্রহরীরা তার ওপর যৌন নির্যাতন চালায়। তিনি দু’বছরের মুলতবি দন্ডের বিরুদ্ধে আপীল করছেন। তার এ আপীলের ওপর সিদ্ধান্ত হবে ৩০ ডিসেম্বর। জাতিসংঘ উইমেন এ্যান্ড প্রোমুনডোয়ের ২০১৭ সালের এক রিপোর্টে বলা হয়, মিসরে প্রায় ৬০ শতাংশ নারী বলেছেন, তারা তাদের জীবনে কোন না কোন ধরনের যৌন নির্যাতনের শিকার হয়েছেন।
×