ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ॥ ট্রাম্পের দাবি করা অর্থ বরাদ্দে রাজি নয় কংগ্রেস

আংশিক শাটডাউন চলবে

প্রকাশিত: ০৪:১৪, ২৯ ডিসেম্বর ২০১৮

 আংশিক শাটডাউন চলবে

যুক্তরাষ্ট্র সরকারের কার্যক্রম আংশিকভাবে বন্ধ থাকবে আগামী সপ্তাহ পর্যন্ত। বৃহস্পতিবার মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি করা অর্থের প্রস্তাব গ্রহণ করতে সিনেট ব্যর্থ হওয়ার পর এ শঙ্কা দেখা দিয়েছে। এএফপি ও বিবিসি। বড়দিনের ছুটির পর মাত্র কয়েক মিনিটের জন্য অধিবেশন শুরু করা সিনেট প্রেসিডেন্টের দাবি সম্পর্কিত প্রস্তাব গ্রহণে ব্যর্থ হয়। সিনেটের বেশিরভাগ আসনই প্রায় ফাঁকা ছিল বলে আগামী বুধবার পর্যন্ত তা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার ছিল রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের উভয়কক্ষের শেষ কার্যদিবস। ফলে সরকারের শাটডাউন প্রক্রিয়া ১২দিনে গড়াবে। ইতোমধ্যে ছয়দিন পার হয়ে গেছে। উভয়পক্ষই সঙ্কট উত্তরণের চেষ্টা করেছে। ডেমোক্র্যাটরা ট্রাম্পের সীমান্তে দেয়াল নির্মাণ প্রকল্পের জন্য পাঁচ বিলিয়ন মার্কিন ডলার দিতে অস্বীকৃতি জানিয়েছে। প্রেসিডেন্ট দৃঢ়ভাবে জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তিনি অর্থ না পাবেন ততক্ষণ পর্যন্ত তিনি সরকারের কার্যক্রম পুরোপুরিভাবে শুরু করবেন না। হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স বর্তমান সরকারের কার্যক্রম বন্ধ রাখার জন্য ডেমোক্র্যাটদের সরাসরি অভিযুক্ত করেন। এজন্য তিনি আমেরিকান জনগণকে রক্ষা না করে বরং অবৈধ অভিবাসীদের রক্ষা করার দায়ে ডেমোক্র্যাটদের দোষারোপ করেন। তিনি বলেন, ট্রাম্প নিজ দেশকে নিরাপদ ও নিরাপত্তার বিষয়টিকে প্রথম অগ্রাধিকার দিয়েছেন। এটি না দিয়ে বরং বিষয়টিকে অস্বীকার করে এমন কোন প্রস্তাবে তিনি স্বাক্ষর করবেন না। দেয়াল বিতর্ক বিলের জন্য বিশাল ব্যয় দিয়ে তা অনুমোদনের জন্য চেষ্টা করা হচ্ছে। এজন্য প্রায় আট লাখ ফেডারেল কর্মচারী বেতন পাচ্ছেন না। সরকারের অপরিহার্য কাজও স্থবির হয়ে পড়েছে। ট্রাম্প স্পষ্ট করেছেন, তিনি প্রথম উপায় বের করতে মনস্থ করেননি। বৃহস্পতিবার টুইটারে তিনি আরও একবার ডেমোক্র্যাটরা অবৈধ অভিবাসীদের উৎসাহ দিচ্ছেন বলে অভিযোগ করেন। তিনি বলেন, দক্ষিণাঞ্চলীয় সীমান্ত উন্মুক্ত রেখে ও বিশাল আকারে অপরাধীকে আসতে দিয়ে এ ধরনের নির্বুদ্ধিতা করা হচ্ছে। অপর এক টুইটে তিনি বলেন, মাদক, মানব পাচার, অপরাধ দলের সদস্য ও অপরাধীদের আমাদের দেশে ঢুকতে দেয়া বন্ধ করা উচিত। এছাড়া তিনি ডেমোক্র্যাটদের দেয়াল নির্মাণে বাধা দেয়ার বিষয়টির তীব্র সমালোচনা করেন। ট্রাম্পের বিরোধীরা অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট তার নিজের রাজনৈতিক লাভের জন্য অবৈধ অভিবাসনকে বিপজ্জনক করে তুলছেন। তার বিরোধীদের মধ্যে কিছু রিপাবলিকানও রয়েছেন। সিনিয়র ডেমোক্র্যাটিক সিনেটর ডিক ডুরবিন টুইটারে বলেন, প্রেসিডেন্টের সরকারী কার্যক্রমের শাটডাউন প্রক্রিয়া শেষ হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। তিনি সরকারকে জিম্মী করে সীমান্তে দেয়াল নির্মাণের জন্য আমাদের কাছে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার দাবি করছেন। যার উভয়ই অপমানজনক ও অকার্যকর। সরকারের আংশিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি আসলে ট্রাম্পের বিশৃঙ্খল প্রশাসনের অধীনে আরও জটিল আকার ধারণ করেছে। এমনকি তিন জানুয়ারি প্রতিনিধি পরিষদের দায়িত্ব ডেমোক্র্যাটরা নিলে তারপর বিষয়টি আরও জোরালো হতে পারে। মধ্যবর্তী নির্বাচনে জয়ী হয়ে ডেমোক্র্যাটরা এখন প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ। ২০১৮সালের এই বিশৃঙ্খল পরিস্থিতি এখন ২০১৯সালের অর্থনীতিতে আরও উদ্বেগ সৃষ্টি করবে। সাম্প্রতিক দিনগুলোতে শেয়ার বাজারের দর পতন ঘটেছে। বুধবার তা রেকর্ড মাত্রায় কমেছে। স্বাধীন ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে ট্রাম্পের সমালোচনাসহ বিভিন্ন কারণে এই পতন হয়েছে। বৃহস্পতিবার তা অব্যাহত থেকেছে। এদিন ওয়াল স্ট্রিট সর্বনিম্ন পর্যায়ে থেকে শুরু হয়েছে। তবে দিন শেষ হয়েছে কিছুটা লাভজনক হয়ে। মেক্সিকোর সঙ্গে প্রায় দুই হাজার মাইল (তিন হাজার দুই শ’ কিলোমিটার) সীমান্তের বড় অংশগুলো ইতোমধ্যে বেড়া ও অন্যান্য বাধা দ্বারা বিভক্ত করা হয়েছে। অভিবাসীরা যাদের কিছু বিপদ ও অন্যান্যরা চাকরির আশায় সীমান্ত পাড়ি দিচ্ছেন। অব্যাহতভাবে তারা সীমান্ত পাড়ি দিয়ে যাচ্ছেন।
×