ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিনাজপুরে ২টি আসনে জাতীয় পার্টির প্রার্থীতা প্রত্যাহার

প্রকাশিত: ০০:১৩, ২৮ ডিসেম্বর ২০১৮

দিনাজপুরে ২টি আসনে জাতীয় পার্টির প্রার্থীতা প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দলীয় সিদ্ধান্তকে সন্মান জানিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দিনাজপুরে জাতীয় পার্টি মনোনিত বিরল-বোচাগঞ্জ এবং চিরিরবন্দর-খানসামা ২টি সংসদীয় আসনের প্রার্থীতা প্রত্যাহার করে নিলেন প্রার্থীরা। আজ শুক্রবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে দিনাজপুর-২ আসনের জাতীয় পার্টি মনোনিত প্রার্থী মো: জুলফিকার হোসেন ও দিনাজপুর-৪ আসনের প্রার্থী মো: মোনাজাত চোধুরী তাদের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দেন। এসময় তারা বলেন,ব্যক্তির চেয়ে দল বড় তাই দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকেই আমরা এসিদ্ধান্ত নিয়েছি। দলের বৃহত্তর স্বার্থে, দেশ এবং জাতির কল্যাণে জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশ ও প্রত্যাশানুযায়ী সংসদীয় আসন দিনাজপুর-২ এবং দিনাজপুর-৪ থেকে নির্বাচনী প্রচারনা ও আসন হতে সরে দাঁড়ান জাতীয় পার্টি মনোনিত প্রার্থী মো: জুলফিকার হোসেন এবং মো: মোনাজাত চোধুরী। তারা নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি মার্কা দেখে নয় যোগ্য ব্যক্তি দেখে ভোট প্রদান করে এলাকার উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তার আহবান জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিরল-বোচাগঞ্জ আসনের জাতীয় পার্টি মনোনিত প্রার্থী মো: জুলফিকার হোসেন। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ চিরিরবন্দর-খানসামা আসনের প্রার্থী মো: মোনাজাত চৌধুরী, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেল,খানসামা উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো: রোস্তম আলী,জেলা যুব সংহতির সাধারন সম্পাদক নাসিম খানঁ পিরু,বোচাগঞ্জ জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মো: আব্দুল আলিম ও মো: আজগর আলী প্রমুখ।
×