ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোবাইলে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ

প্রকাশিত: ০৭:৪৫, ২৮ ডিসেম্বর ২০১৮

মোবাইলে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে মোবাইল ফোন অপরারেটরা এই সেবা বন্ধ করে দেয়। রাত ১২টায় একটি মোবাইল ফোন কোম্পানির হেল্প লাইনে ফোন দিলে সেখান থেকে জানানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে থ্রিজি ও ফোরজি সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয় ওই বার্তায়। এই নির্দেশনার ফলে টু জি ইন্টারনেট সেবা চালু সেবা থাকবে। এই ইন্টারনেটে টেক্স পাঠানো ও গ্রহণ করা গেলেও ছবি ও ভিডিও পাঠানো সম্ভব হবে না। ফলে ইন্টারনেটের গতি কমে যাওয়ার কারণে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে সামাজিক যোগযোগ মাধ্যমগুলো ব্যবহার করা কষ্টকর হয়ে যাবে। তবে ব্রডব্যন্ড সেবা চালু রয়েছে। এর আগে ভোটের দিন সকাল থেকে ইন্টারনেটের গতি সীমিত করার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। এখন ভোটের দুই দিন আগেই ইন্টারনেটের গতি কমানো হলো।
×