ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কিউই ওয়ানডে দলে ফিরলেন নিশাম-ব্রেসওয়েল

প্রকাশিত: ০৬:৫৪, ২৮ ডিসেম্বর ২০১৮

কিউই ওয়ানডে দলে ফিরলেন নিশাম-ব্রেসওয়েল

স্পোর্টস রিপোর্টার ॥ সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। প্রায় ১ বছর পর দলে ফিরেছেন অলরাউন্ডার জেমস নিশাম ও ফাস্ট বোলার ডগ ব্রেসওয়েল। তবে নিয়মিত উইকেটরক্ষক টম লাথামকে বিশ্রাম দেয়া হয়েছে। তাই ওয়ানডে অভিষেক ঘটার অপেক্ষায় আছেন দলে থাকা তরুণ উইকেটরক্ষক টিম সেইফার্ট। কলিন ডি গ্র্যান্ডহোমকেও বিশ্রাম দেয়া হয়েছে। ৩ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। নিউজিল্যান্ডের ওয়ানডে দল ॥ কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কলিন মুনরো, জেমস নিশাম, হেনরি নিকোলস, টিম সাউদি ও রস টেইলর। আরও দু’টি এ্যাওয়ার্ড জিতলেন মডরিচ স্পোর্টস রিপোর্টার ॥ অসাধারণ পারফর্মেন্সের পুরস্কার হিসেবে একের পর এক এ্যাওয়ার্ড জিতে চলেছেন লুকা মডরিচ। রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান সুপারস্টার ইতোমধ্যে জিতেছেন ফিফা বর্ষসেরা, বিশ্বকাপের সেরা ফুটবলার, ব্যালন ডি’অর এ্যাওয়ার্ড। বৃহস্পতিবার মডরিচ জিতেছেন আরও দু’টি এ্যাওয়ার্ড। এগুলো হলোÑ ২০১৮ সালের ক্রোয়েশিয়ার বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব এবং বলকান এ্যাথলেট অব দ্য ইয়ার। বলকান এ্যাওয়ার্ডে টেনিস তারকা সার্বিয়ার নোভাক জোকোভিচ দ্বিতীয় ও রোমানিয়ার প্রমীলা টেনিস তারকা সিমোনা হালেপ হয়েছেন তৃতীয়। ৩২২ জন সাংবাদিকের ভোটে মডরিচ ক্রোয়েশিয়ার বর্ষসেরা হয়েছেন। প্রত্যাশামতোই তারকা এই মিডফিল্ডার এ খেতাব জিতেছেন।
×