ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন বসুন্ধরা ও রানার্সআপ রাসেলকে অভিনন্দন

প্রকাশিত: ০৬:৫৪, ২৮ ডিসেম্বর ২০১৮

চ্যাম্পিয়ন বসুন্ধরা ও রানার্সআপ রাসেলকে অভিনন্দন

স্পোর্টস রিপোর্টার ॥ গত বুধবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নবাগত দল বসুন্ধরা কিংস। সম্মিলিত ক্রীড়া পরিবারের ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশীদ, সদস্য সচিব ফজলুর রহমান বাবুলসহ সম্মিলিত ক্রীড়া পরিবারের সব সদস্য স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন ঢাকার মাঠে নবাগত বসুন্ধরা কিংসের খেলোয়াড়, কর্মকর্তা ও কোচদের অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে রানার্সআপ দল শেখ রাসেল ক্রীড়াচক্রের খেলোয়াড়, কর্মকর্তা কোচসহ সবাইকে তাদের উন্নত ক্রীড়াশৈলী প্রদর্শন করার জন্য ক্রীড়া পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া চ্যাম্পিয়ন বসুন্ধরা ও রানার্সআপ রাসেলকে অভিনন্দন জানিয়েছে মনসুর স্পোর্টিং ক্লাবও। ভূপাল গ্র্যান্ডমাস্টার্স দাবার ফল স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের মধ্য প্রদেশের ভূপালে অনুষ্ঠানরত ভূপাল আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাস ৯ খেলায় সাড়ে ছয় পয়েন্ট অর্জন করেছেন। এছাড়া আবজিদ রহমান ৬ পয়েন্ট, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ও সাজ্জাদ কিশোর সাড়ে পাঁচ পয়েন্ট করে, নাইম হক ৪ পয়েন্ট ও আহসান আলী জুয়েল আড়াই পয়েন্ট করে পেয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় ক্যান্ডিডেট মাস্টার সোহেল ভারতের আকির সোমিয়ানাথ রেড্ডিকে ও সাজ্জাদ ভারতের সারভাড়ে মিহিরকে হারান। ক্যান্ডিডেট মাস্টার সুব্রত ভারতের আন্তর্জাতিক মাস্টার ভিগনেসের কাছে হেরে যান।
×