ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিসিএলে চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল

প্রকাশিত: ০৬:৫২, ২৮ ডিসেম্বর ২০১৮

বিসিএলে চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল

মিথুন আশরাফ ॥ বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) সপ্তম আসরে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা যে দলের ছিল শেষ পর্যন্ত সেই দল প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলই শিরোপা ঘরে তুলল। এ আসরের শেষদিনে বিসিবি উত্তরাঞ্চলকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো দক্ষিণাঞ্চল। শেষদিনে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলেরও শিরোপা জয়ের আশা জেগেছিল। শেষ পর্যন্ত পূর্বাঞ্চল রানার্সআপ হলো। তৃতীয় স্থানে থাকল ওয়ালটন মধ্যাঞ্চল। চতুর্থ স্থান, তলানিতে থাকল বিসিবি উত্তরাঞ্চল। বিসিএলের গত আসরেও চ্যাম্পিয়ন হয় দক্ষিণাঞ্চল। টানা দ্বিতীয়বারের মতো এবং সাতবারের আসরে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তুলল দক্ষিণাঞ্চল। মধ্যাঞ্চল দুইবার ও উত্তরাঞ্চল একবার চ্যাম্পিয়ন হয়। দুই ইনিংসেই অভিজ্ঞ স্পিনার দক্ষিণাঞ্চলের আব্দুর রাজ্জাক কি অসাধারণ বোলিং করলেন। দুই ইনিংস মিলিয়ে রাজ্জাকের নেয়া ১২ উইকেটেই জিতে দক্ষিণাঞ্চল। তাতে শিরোপার স্বাদ আবারও পায়। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত দক্ষিণাঞ্চল-উত্তরাঞ্চল ম্যাচটিতে জয় পেলেই শিরোপা উৎসব করবে দক্ষিণাঞ্চল। তা জানাই ছিল। একমাত্র দক্ষিণাঞ্চলকে শিরোপা থেকে সরানোর পথ ছিল একটাই, যদি দক্ষিণাঞ্চল-উত্তরাঞ্চল ম্যাচটি কোনভাবে ড্র হতো। কিন্তু রাজ্জাক এতটাই দুর্দান্ত বোলিং করেছেন, উত্তরাঞ্চলকে কোন সুযোগই দেননি। জয় তুলে নেয় দক্ষিণাঞ্চল। তাতে সর্বোচ্চ ৩১.৮৮ পয়েন্ট পেয়ে শিরোপাও জিতে। তৃতীয়দিন পর্যন্ত দক্ষিণাঞ্চল ৬২ রানে এগিয়ে ছিল। উত্তরাঞ্চলের হাতে ছিল ৫ উইকেট। উত্তরাঞ্চল প্রথম ইনিংসে ২৯৩ রান করে। জবাবে দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে ৫৪১ রান করে। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে তৃতীয়দিন উত্তরাঞ্চল ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে। বৃহস্পতিবার চতুর্থ ও শেষদিনে তৃতীয়দিনে ১৫ রানে অপরাজিত থাকা জিয়াউর রহমান ও ৩ রানে অপরাজিত থাকা ধীমান ঘোষ ব্যাট হাতে নামেন। জিয়াউর দলকে এগিয়েও নিয়ে যান। শেষ পর্যন্ত অপরাজিত ৭৭ রান করেন। কিন্তু ধীমান ঘোষ (১৩) থেকে শুরু করে বাকিরা হাল ধরতে পারেননি। আর তাতে করে ২৮০ রানের বেশি করতেও পারেনি উত্তরাঞ্চল। রাজ্জাকতো প্রথম ইনিংসে ৭ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট শিকার করেন। দক্ষিণাঞ্চলের সামনে জিততে ৩৩ রানের টার্গেট দাঁড় হয়। এই রান অতিক্রম করতে গিয়ে শাহরিয়ার নাফীস (৭) শুধু আউট হন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ওপেনার এনামুল হক বিজয় (২০*) ও ফজলে মাহমুদ রাব্বি (৮*) মিলে খেলা শেষ করে দেন। ১ উইকেট হারিয়ে ৩৫ রান করে জিতে যায় দক্ষিণাঞ্চল। স্কোর ॥ উত্তরাঞ্চল প্রথম ইনিংস ২৯৩/১০; আরিফুল ৯৮; রাজ্জাক ৭/৬৯ ও দ্বিতীয় ইনিংস তৃতীয়দিন ১৮৬/৫; জুনায়েদ ৭৭, নাঈম ৬৭, জিয়াউর ১৫*, ধীমান ৩* ও চতুর্থদিন ২৮০/১০; জিয়াউর ৭৭*; রাজ্জাক ৫/৭৫। দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস ৫৪১/১০; বিজয় ১৮০, আল-আমিন ১২৮, মেহেদী ৮৪; সানজামুল ৬/১৫৮ ও দ্বিতীয় ইনিংস (টার্গেট ৩৩ রান) ৩৫/১; বিজয় ২০*, রাব্বি ৮*। ফল ॥ দক্ষিণাঞ্চল ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ আব্দুর রাজ্জাক (দক্ষিণাঞ্চল)। লীগ ॥ চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল। ব্যাটিংয়ে বিজয়, বোলিংয়ে রাজ্জাক সেরা বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) সপ্তম আসর শেষ হয়েছে বৃহস্পতিবার। এবার দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণীর লীগে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণাঞ্চল। সেই দলেরই দুই ক্রিকেটার আবার বাজিমাত করেছেন। ব্যাটিংয়ে দক্ষিণাঞ্চলের ওপেনার এনামুল হক বিজয় ও বোলিংয়ে স্পিনার আব্দুর রাজ্জাক সেরা হয়েছেন। বিজয় সর্বোচ্চ ৬৫.৮০ গড়ে ৬৫৮ রান ও রাজ্জাক ৩৪ উইকেট নিয়ে শীর্ষে আছেন। বিসিএলে এবার চমকই জাগিয়েছেন বিজয়। এর আগে কখনই যে কাজটি করে দেখাতে পারেননি। এবার সেই কাজটি করেছেন। প্রথমবারের মতো বিসিএলে সেরা রান সংগ্রাহক হয়েছেন। একমাত্র ব্যাটসম্যান হিসেবে এবারের আসরে ৬০০ রানের বেশি করেছেন বিজয়। সেই ফিগারেই কোন ব্যাটসম্যান এবার যেতে পারেননি। এবারের আসরে নিজের সেরা ১৮০ রান করেন শেষ রাউন্ডের প্রথম ইনিংসে। বিজয়ের পেছনেই আছেন নাঈম ইসলাম। উত্তরাঞ্চলের এ ব্যাটসম্যান ৫২.২০ গড়ে ৫২২ রান করতে পেরেছেন। তৃতীয় স্থানে থাকা উত্তরাঞ্চলের জুনায়েদ সিদ্দিকী ৫০.০০ গড়ে ৫০০ রান করেছেন। চতুর্থ স্থানে আছেন পূর্বাঞ্চলের রনি তালুকদার (৪৬.০০ গড়ে ৪৬০ রান)। সেরা পাঁচের মধ্যে পঞ্চম স্থানটি দখল করেছেন দক্ষিণাঞ্চলের মেহেদী হাসান (৯১.৮০ গড়ে ৪৫৯ রান)। বোলিংয়ে আবারও রাজ্জাক দ্যুতি দেখা গেছে। সর্বশেষ পাঁচ আসরের মধ্যে তৃতীয়বারের মতো সেরা উইকেট শিকারি হয়েছেন রাজ্জাক। এবার ৩০ উইকেট বা তারবেশি উইকেট নেয়া একমাত্র বোলার হচ্ছেন রাজ্জাক। তিনি ৩৪ উইকেট নিয়েছেন। ইনিংসে সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন। ম্যাচে নিয়েছেন ১২ উইকেট। দক্ষিণাঞ্চলের রাজ্জাকের পরেই আছেন সানজামুল ইসলাম। উত্তরাঞ্চলের এ স্পিনার ২৯ উইকেট নিতে পেরেছেন। তৃতীয় স্থানে আছেন ব্যাটিংয়ে সেরা পাঁচে থাকা মেহেদী হাসান (২৩ উইকেট)। তিনি এবার অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন। অলরাউন্ডার হিসেবে সেরা নৈপুণ্য দেখিয়েছেন। মেহেদীর পরে চতুর্থ স্থানে রয়েছেন উত্তরাঞ্চলের পেসার এবাদত হোসেন (২১ উইকেট)। সেরা পাঁচের মধ্যে পঞ্চম স্থানে রয়েছেন পূর্বাঞ্চলের আবু জায়েদ রাহি (২০ উইকেট)।
×