ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুজারার শতকে বড় সংগ্রহ ভারতের

প্রকাশিত: ০৬:৫০, ২৮ ডিসেম্বর ২০১৮

পুজারার শতকে বড় সংগ্রহ ভারতের

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাডিলেইডে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১২৩ রানের একটি দারুণ ইনিংস খেলেছিলেন। চেতেশ্বর পুজারার সেটিই ছিল অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি। সেই টেস্টে জয় দিয়ে এবার অস্ট্রেলিয়া সফর দারুণভাবে শুরু করে বিরাট কোহলির দল। মেলবোর্নে সিরিজের তৃতীয় টেস্টেও প্রথম ইনিংসে ৩০ বছর বয়সী এ ডানহাতি ১০৬ রানের চমৎকার ইনিংস খেলেছেন। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তৃতীয় উইকেটে ১৭০ রানের বড় জুটি গড়েছেন। কোহলি ৮২ রানে সাজঘরে ফিরলেও পরে রোহিত শর্মা অপরাজিত ছিলেন ৬৩ রানে। আর তাতে দ্বিতীয়দিন শেষ হওয়ার আগেই ৭ উইকেটে ৪৪৩ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে। তবে রোহিতের মতো স্বীকৃত ব্যাটসম্যান দুর্দান্ত খেলছিলেন, সেই মুহূর্তে আগেভাগে কোহলির ইনিংস ঘোষণা নিয়ে কিছুটা আলোচনা তৈরি হয়েছে। কারণ মেলবোর্নের উইকেট তখনও ব্যাটসম্যানদের জন্য সহায়কই মনে হচ্ছিল। বিনা উইকেটে ৮ রান নিয়ে দিন শেষ করে অবশ্য স্বাগতিক অস্ট্রেলিয়া এখনও পিছিয়ে ৪৩৫ রানের বড় ব্যবধানে। আগেরদিনই বড় একটি সংগ্রহের ইঙ্গিত দিয়েছিল ভারত টস জিতে ব্যাটিংয়ে নেমে। ‘বক্সিং ডে’ টেস্টে সিরিজে এগিয়ে যাওয়ার লড়াইয়ে তারা প্রথমদিন শেষে ২ উইকেটে ২১৫ রান তুলে ফেলে। তৃতীয় উইকেটে তখন পর্যন্ত পুজারা-কোহলি ৯৫ রান যোগ করেছেন। দ্বিতীয়দিনেও ৬৮ রানে থাকা পুজারা ও ৪৭ রানে থাকা কোহলি দারুণ ব্যাট চালিয়েছেন। দু’জনই সেঞ্চুরির দিকে এগিয়ে যেতে থাকেন। মধ্যাহ্ন ভোজনের বিরতি পর্যন্ত কোন উইকেট যেতে দেননি তারা, বেশ সতর্ক থেকে যোগ করেছেন আরও ৬২ রান। পুজারা ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি আদায় করে নিয়েছেন। ২০১৪ সালে প্রথমবার অস্ট্রেলিয়া সফরে এসে ৬ ইনিংসে মাত্র একটিই অর্ধশতক (৭৩) পেয়েছিলেন পুজারা। এবার সবেমাত্র পঞ্চম ইনিংসে খেলে দ্বিতীয় সেঞ্চুরি পেয়ে গেলেন। তবে বিরতির পর খেলা শুরুর ৯ ওভারের মধ্যেই দু’জন সাজঘরে ফেরেন। কোহলি ২০৪ বলে ৯ চারে ৮২ রান করে শিকার হন মিচেল স্টার্কের আর ৩১৯ বলে ১০ চারে ১০৬ রান করার পর প্যাট কামিন্সের বলে বোল্ড হন পুজারা। ১৭০ রানের জুটি ভেঙ্গে যাওয়ার পর দুই সেট ব্যাটসম্যানকে হারিয়েও তেমন সমস্যায় পড়েনি ভারত। আজিঙ্কা রাহানে ও রোহিত ৬২ রানের জুটি গড়ে দলকে শক্ত প্লাটফর্মে পৌঁছে দেন। অবশ্য রাহানে ৩৪ রান করেই নাথান লেয়নের ঘূর্ণিতে আউট হয়ে যান। কিন্তু রোহিত দারুণ খেলতে থাকেন। ঋষভ পন্তের সঙ্গে ষষ্ঠ উইকেটে আরও ৭৬ রানের জুটি গড়ে ওঠে। পান্ত ভালই খেলছিলেন, তবে স্টার্কের শর্ট অব লেন্থে ফেলা বলটিকে ঠিকভাবে মোকাবেলা করতে না পারার খেসারত দিয়েছেন মিডউইকেটে দাঁড়ানো উসমান খাজাকে ক্যাচ দিয়ে। ৩৯ রানে তিনি ফিরে যাওয়ার পরও অটল ছিলেন অর্ধশতক পেয়ে যাওয়া রোহিত। কিন্তু নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা রবীন্দ্র জাদেজাই টিকতে পারলেন না। জশ হ্যাজলউডের লাফিয়ে ওঠা বলে বিভ্রান্ত হয়ে যান এবং গ্লাভস ছুঁয়ে বলটি উইকেটরক্ষক টিম পেইনের হাতে জমা পড়ে। মাত্র ৪ রানে জাদেজা ফেরার পর আর কোহলি নিজেদের ইনিংস দীর্ঘায়িত করতে চাননি। ইনিংস ঘোষণা করে দেন ৭ উইকেটে ৪৪৩ রানেই। তখনও দিনের বেশ কিছু ওভার বাকি ছিল। আর রোহিত ১১৪ বলে ৬৩ রানে ব্যাট করছিলেন। নিশ্চিতভাবেই আরও রান যোগ হতে পারতো ভারতীয় ইনিংসে। কামিন্স ৩টি এবং স্টার্ক ২টি উইকেট নিয়েছেন। মেলবোর্নের উইকেটের আচরণ তখনও যেমন ব্যাটসম্যানদের সহায়তা দিচ্ছিল সে কারণেই কোহলির ইনিংস ঘোষণা সবাইকে বিস্মিত করেছে। স্বাগতিক অস্ট্রেলিয়া ভাল জবাবই দেবে সেটা বোঝা গেছে তাদের দারুণ সতর্ক শুরুতে। ৬ ওভার মাটি কামড়ে থেকে দুই ওপেনার মার্কাস হ্যারিস ও এ্যারন ফিঞ্চ মাত্র ৮ রান তুলে অপরাজিতই আছেন। যদিও ৪৩৫ রানের বিশাল বোঝা স্বাগতিকদের মাথায়, এরপরও আজ তৃতীয়দিন বোঝা যাবে ম্যাচটি কোনদিকে গড়াবে। চার টেস্টের সিরিজে এই মুহূর্তে ১-১ সমতা। মেলবোর্ন টেস্ট উভয় দলের সিরিজে এগিয়ে যাওয়ার লড়াই। দ্বিতীয়দিন পর্যন্ত বেশ ভাল অবস্থানেই আছে সফরকারী ভারত। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস- প্রথম দিনশেষে ২১৫/২; ৮৯ ওভার (আগারওয়াল ৭৬, পুজারা ৬৮*, কোহলি ৪৭*) ও দ্বিতীয়দিন- ৪৪৩/৭; ডিক্লে. ১৬৯.৪ ওভার (পুজারা ১০৬, কোহলি ৮২, রোহিত ৬৩*, পান্ত ৩৯, রাহানে ৩৪; কামিন্স ৩/৭২, স্টার্ক ২/৮৭)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস- ৮/০; ৬ ওভার (হ্যারিস ৫*, ফিঞ্চ ৩*)। *দ্বিতীয়দিন শেষে
×