ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোয় রক্ষা জুভেন্টাসের

প্রকাশিত: ০৬:৪৯, ২৮ ডিসেম্বর ২০১৮

রোনাল্ডোয় রক্ষা জুভেন্টাসের

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে মৌসুমের প্রথম ১৭ ম্যাচে কোন হার দেখেনি জুভেন্টাস। ১৮তম ম্যাচে তাই দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেন অভিজ্ঞ কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি। তাছাড়া প্রতিপক্ষও তুলনামূলক খর্বশক্তির আটালান্টা। সিআর সেভেনকে সাইডবেঞ্চে রাখার ঘোষণাটা তাই ম্যাচের আগেই দিয়ে দেন জুভেন্টাস কোচ। কিন্তু শেষ পর্যন্ত এ্যালেগ্রি তার কথা রাখতে পারেননি। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে মাঠে নামাতেই বাধ্য হন তিনি। শেষ পর্যন্ত ম্যাচটাও ড্র হয় ২-২ গোলে। অথচ বিরাট জিমসিটির আত্মঘাতী গোলে ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। কিন্তু ম্যাচের ২৪ মিনিটেই আটালান্টাকে সমতায় ফেরান দুভান জাপাতা। ফলে সমতায় থেকেই বিরতিতে যায় দল দুটি। দ্বিতীয়ার্ধেও চলতে থাকে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু ৫৩ মিনিটেই বিপত্তি ঘটে সফরকারী জুভেন্টাসের। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বেনতাকুর। যে কারণে ১০ জনের দলে পরিণত হয় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। সেই সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে জুভেন্টাসের জালে আবারও বল জড়ান আটালান্টার দুভান জাপাতা। ২-১ গোলে পিছিয়ে পড়ে এ্যালেগ্রির দল। পরবর্তীতে উপায় না দেখে রোনাল্ডোকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামাতে বাধ্য হন ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি। হতাশ করেননি রোনাল্ডোও। গত গ্রীষ্মে জুভেন্টাসে যোগ দেয়ার পর এদিনই প্রথম সাইডবেঞ্চে বসা সিআর সেভেন ম্যাচের ৭৮ মিনিটেই দারুণ এক গোল করেন। এর পরের সময়টাতে আর কোন দল প্রতিপক্ষের জাল খুঁজে না পেলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচ। আর চলতি মৌসুমে এখন পর্যন্ত কোন ম্যাচ না হারা জুভেন্টাস পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে। শুধু তাই নয়, আটালান্টার বিপক্ষে গোল করে নতুন একটা ইতিহাসও গড়েছেন রোনাল্ডো। ইতালিয়ান সিরি’এ লীগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা সাতটি এ্যাওয়ে ম্যাচে গোল করার অবিস্মরণীয় কীর্তি গড়লেন সিআর সেভেন। আটালান্টার আগে তিনি তোরিনো, ফিওরেন্টিনা, এসি মিলান, এম্পোলি, উদিনেস ও ফ্রোজিনোনের জালেও বল জড়িয়েছেন। বুধবার আটালান্টার জালে বল জড়ানোর ফলে লীগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা সাতটি এ্যাওয়ে ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন সিআর সেভেন। লীগ টেবিলেও শীর্ষস্থান অক্ষুণœ রাখল জুভেন্টাস। ১৮ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে সবার ওপরে এখন রোনাল্ডো-দিবালারা। সমানসংখ্যক ম্যাচ থেকে ৪১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে নেপোলি। এদিকে গত সপ্তাহেই বিশ বছরে পা দিয়েছেন কিলিয়ান এমবাপে। এই অল্প বয়সেই দুনিয়াজুড়ে সুনাম ছড়িয়েছেন তিনি। তবে ফরাসী ক্লাব মোনাকোর সাবেক পরিচালক লুইস ক্যামপোস মনে করেন ফ্রান্সের এই তরুণ ফুটবলার একদিন রোনাল্ডোকেও ছাড়িয়ে যাবেন। এ প্রসঙ্গে ফরাসী এক টেলিভিশনের ‘টেলিফুট’ নামের প্রোগ্রামে লুইস ক্যামপোস বলেন, ‘যোগ্যতা প্রদর্শনে এই মুহূর্তে নেইমারের চেয়েও এগিয়ে এমবাপে। তার বয়সের বিবেচনায় রোনাল্ডোর চেয়েও বেশি ভাল করবে সে। ভবিষ্যতে সে অনেকবার ব্যালন ডি’অর জিতবে, আমি এই মুহূর্তেই সেটা দেখতে পাচ্ছি।’ মোনাকোর সাবেক পরিচালক এখানেই থেমে থাকেননি। তার মতে বর্তমানে পিএসজিতে খেলা এমবাপে একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। এ বিষয়ে ক্যামপোসের ভাষ্য, ‘ভবিষ্যতে এমবাপের খেলা দেখার জন্য সান্তিয়াগো বার্নাব্যুতে যাওয়ার কল্পনাটা আমার চোখে এখনই ভেসে উঠছে। যে ম্যাচে এমবাপে তার কারিশমা দেখাচ্ছেন।’ গত বছরেই এমবাপেকে দলে ভেড়ানোর পরিকল্পনা করেছিল রোনাল্ডোর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে-বলে মিলেনি তা। এই মুহূর্তে খুব বাজে সময় পার করছে ইউরোপ সেরার মুকুট পরা স্প্যানিশ জায়ান্টরা। যে কারণে এমবাপেকে কিনে নেয়াটা এখন মোটেও অসম্ভব কিছু নয়। পিএসজির ফরাসী স্ট্রাইকার এমবাপে রাশিয়া বিশ্বকাপেও নিজেকে মেলে ধরেছেন দারুণভাবে। পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন ২০১৮-১৯ মৌসুমেও। পিএসজির জার্সিতে এই মৌসুমে এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ১৬ বার। সেই সঙ্গে সতীর্থদের দিয়ে আরও ১০ গোল করাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
×