ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাহায্য ছাড়াই একাকী দক্ষিণ মেরু পরিভ্রমণ

প্রকাশিত: ০৬:৪০, ২৮ ডিসেম্বর ২০১৮

সাহায্য ছাড়াই একাকী দক্ষিণ মেরু পরিভ্রমণ

৩৩ বছর বয়সী এক মার্কিন অভিযাত্রী প্রথম ব্যক্তি হিসেবে কোন সাহায্য ছাড়াই একাকী দক্ষিণ মেরু ভ্রমণ সম্পন্ন করেছেন। কলিন ও’ব্রাডি নামের ওই মার্কিনী ৫৪ দিনে বরফে ঢাকা মহাদেশটির ১৫শ’ কিলোমিটার পথ ভ্রমণ শেষ করেন। হাড় কাপানো ঠা-ার মধ্যে তিনি উত্তর থেকে দক্ষিণে যাওয়ার সময় একটি স্লেজে নিজের জিনিসপত্র বহন করেন। আল-জাজিরা। তার এ ভ্রমণ জিপিএস দিয়ে নজরদারি করা হত এবং ভ্রমণের লাইভ আপডেট তিনি প্রতিদিন তার ব্যক্তিগত ওয়েবসাটে দিতেন। ও’ব্রাডি ও ৪৯ বছরের এক ইংরেজ আর্মি ক্যাপ্টেন লুইস রুড নবেম্বরের ৩ তারিখে এক বাজির ভিত্তিতে একাকী ও সাহায্য ছাড়াই প্রথম ব্যক্তি হিসেবে সর্ব দক্ষিণের মহাদেশটি পাড়ি দিতে ইউনিয়ন হিমবাহ থেকে রওয়ানা দেন। দক্ষিণ মেরু ভূখ- প্রায় সম্পূর্ণ বিশাল বরফের চাই দিয়ে আবৃত। যদিও এর আগে অনেকেই এন্টার্কটিকা ভ্রমণ উতরিয়ে গেছেন। তবে তারা কোন না কোন ধরনের সাহায্য নিয়েছেন। ১৯৯৬-৯৭ সালে নরওয়ের নাগরিক বোর্জ আউসল্যান্ড প্রথম একাকী এন্টার্কটিকা পাড়ি দেন। তবে তিনি ঘুড়ির দ্বারা সৃষ্ট বাতাসের সাহায্য নেন। হিমাচল প্রদেশে বাস উল্টে খাদে, আহত ৩৫ শিক্ষার্থী ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়ার পথে বাস উল্টে আহত হয়েছে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ৩৫ জন শিক্ষার্থী। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনডিটিভি। বৃহস্পতিবার সকালে বাসে করে ধর্মশালায় প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাচ্ছিল ওই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা। সভাস্থল থেকে ৩৭ কিলোমিটার দূরে কাঙ্গারার জাওয়ালি এলাকায় পাহাড়ী পথে হঠাৎ চাকা পিছলে পড়ে যায় বাসটি। বাসের বেশিরভাগ কাঁচই ভেঙ্গে গেছে।
×