ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিডনির ওপাল টাওয়ারে ফাটল, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

প্রকাশিত: ০৬:৩৯, ২৮ ডিসেম্বর ২০১৮

সিডনির ওপাল টাওয়ারে ফাটল, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

অস্ট্রেলিয়ার সিডনিতে ৩৮ তলাবিশিষ্ট ভবন ওপাল টাওয়ারের দেয়ালে ফাটল দেখা দেয়ায় সেখানকার বাসিন্দাদের সাময়িকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে দ্বিতীয় দফায় তাদের সরে যেতে বলা হলো। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, ওই ভবনের কাঠামো ঠিক আছে; কোন বাসিন্দার জন্যই তা বিপজ্জনক নয়। ভবনটির সংস্কার কাজ সহজ করতেই বাসিন্দাদের স্থানান্তর করা হচ্ছে বলে দাবি তাদের। বিবিসি। সোমবার ওপাল টাওয়ার ভবনের ১১ তলায় অভ্যন্তরীণ একটি দেয়ালে প্রচ- শব্দ হতে থাকে। এরপর সেখানে একটি ফাটল চোখে পড়ে। ফাটল দেখা যাওয়ার পর পরই ভবনে সতর্কতা জারি করা হয়। সরে যেতে বলা হয় বাসিন্দাদের। শুরুতে কর্তৃপক্ষ জানিয়েছিল, টাওয়ারের ৩৯২টি ইউনিটের মধ্যে ৫১টি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথম দফায় ভবন নিরাপদ দাবি করে বেশিরভাগ মানুষকে ফিরে আসতে বলা হয়েছিল। তবে নতুন করে আবার তাদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
×