ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চীনে মানবাধিকার আইনজীবী বিচারের মুখোমুখি

প্রকাশিত: ০৬:৩৯, ২৮ ডিসেম্বর ২০১৮

চীনে মানবাধিকার আইনজীবী বিচারের মুখোমুখি

নাশকতামূলক কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে মানবাধিকার আইনজীবী ওয়াং কুয়ানঝাংকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে চীন। বুধবার আদালতে শুনানির জন্য হাজির করা হয় ওয়াংকে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার এ বিচারকে লজ্জাজনক আখ্যা দিয়েছে। বিরোধী মত দমনে ২০১৫ সালে চীন সরকারের অভিযানে নিখোঁজ হওয়া শতাধিক আইনজীবীর মধ্যে একজন ওয়াং। তিনি রাজনৈতিক আন্দোলনকারীদের পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আধ্যাত্মিক আন্দোলন ‘ফালুন গং’ এর অনুসারীদের পক্ষে কাজ করতেন। সুইডেনের মানবাধিকার কর্মীদের সঙ্গেও কাজ করতেন তিনি। বুধবার কড়া নিরাপত্তায় উত্তরের নগরী তিয়ানজিনের একটি আদালতে ওয়াংয়ের মামলার শুনানি হয়। তবে কোন রায় ঘোষণা হয়নি। ওই সময় তার অনেক সমর্থক আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। ২০১৫ সালে ওয়াংকে গ্রেফতারের পর তার সঙ্গে আর দেখা করতে পারেননি জানিয়ে স্ত্রী লি ওয়েনজু বলেন, পুলিশ বেজিংয়ে তাদের বাড়িটি ঘিরে রেখেছে। এমনকি তাকে আদালতে উপস্থিত থাকতেও দেয়া হচ্ছে না। সাংবাদিক এবং বিদেশী কূটনীতিকদেরও আদালতে ঢুকতে দেয়া হয়নি। ওয়াংয়ের বিরুদ্ধে রাষ্ট্র ক্ষমতা নিয়ে ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে। বিবিসি।
×