ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধানের শীষ স্বাধীনতা বিরোধীদের প্রতীক ॥ তোফায়েল

প্রকাশিত: ০৬:০৯, ২৮ ডিসেম্বর ২০১৮

ধানের শীষ স্বাধীনতা বিরোধীদের প্রতীক ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৭ ডিসেম্বর ॥ ভোলা-১ আসনের প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপির উদ্দেশে বলেছেন, তারা ইতোমধ্যে বুঝে গেছেন নির্বাচনে তাদের পরাজয় হবে। শুধু ভোলা নয় সারাদেশে নৌকার গণজাগারণ। ৩০ ডিসেম্বর নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলার মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও উন্নয়নের প্রশ্নে শেখ হাসিনাকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। একটি সরকার যদি ধারাবাহিকভাবে থাকে তাহলে যে উন্নয়ন হয় এটা আমরা গত ১০ বছরে প্রমাণ করেছি। বৃহস্পতিবার বিকেলে ভোলা সদর উপজেলার বাংলা স্কুল মাঠে আওয়ামী লীগের নির্বাচনী শেষ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। এদিকে পৌর এলাকায় আওয়ামী লীগের পথসভাকে কেন্দ্র করে দুপুরের পর থেকে বিভিন্ন পাড়া মহল্লা থেকে দলে দলে নারী-পুরুষ সভাস্থলে আসতে থাকে। এছাড়াও পৌর ওয়ার্ডগুলো থেকে নৌকা নৌকা স্লোগানসহ মিছিল নিয়ে বিকেল হওয়ার আগেই সভাস্থলে উপস্থিত হয়। বাংলা স্কুল মাঠ ছাড়িয়ে রাস্তার পাশে গিয়ে মানুষ তোফায়েল আহমেদের বক্তব্য শোনার জন্য ভিড় জমায়। এক পর্যায়ে পথসভাটি বিশাল এক জনসভায় রূপান্তর হয়ে নৌকার গণজোয়র উঠে। তোফায়েল আহমেদ আরও বলেন, ৩০ তারিখ মা বোন সকলে লাইন দিয়ে ভোট কেন্দ্রে দাঁড়াবেন এবং স্বাধীনতার প্রতীক মুক্তিযোদ্ধার প্রতীক নৌকা মার্কায় ভোট দেবেন। আর বিএনপির ধানের শীষ স্বাধীনতা বিরোধীদের প্রতীক। বিএনপি যারা আপনার মাকে ছেলে হারা, বোনকে স্বামী হারা করেছে তাদের ধানের শীষ দিয়েছে। যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে। যেই তারেক জিয়া খুনের মামলার আসামি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। তার সঙ্গে হাত মিলিয়েছে ড. কামাল। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছে ড. কামাল। তার কোন নীতি নাই। আদর্শ নাই। এই আদর্শহীন ব্যক্তির নেতৃত্বে যে জোট, সেই জোটেকে ইনশাআল্লাহ আগামী ৩০ তারিখ পরাজিত করে আমরা আবার সরকার গঠন করব। তিনি আরও বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এই ভোলাকে মনের মতো করে সাজাব। আপনাদের প্রত্যেকটা চাহিদা আমি পূরণ করব। কোন রাস্তাঘাট কাঁচা নেই। তার পরও যদি কিছু থেকে থাকে পাকা করব। কোন ঘর বিদ্যুত ছাড়া নেই। তার পরও যদি কোন ঘরে বিদ্যুত না থাকে তার ব্যবস্থা করব। তিনি আশা করে বলেন, ভোলায় এত গ্যাস পাওয়া গেছে যে ভোলার গ্রামে গ্রামে গ্যাস পৌঁছে দেব। ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন, জেলা যুুবলীগের সাধারণ সম্পাদক আতিকুল রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আশরাফ হোসেন লাভু, হামিদুল হক বাহালুল, আলেনায়ার হোসেন, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু প্রমুখ।
×