ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিন ॥ বি. চৌধুরী

প্রকাশিত: ০৬:০০, ২৮ ডিসেম্বর ২০১৮

যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিন ॥ বি. চৌধুরী

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বিকল্পধারার প্রধান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাঃ একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, আমি বিক্রমপুরের সন্তান। আমার বাবা বিক্রমপুরকে ভালবাসতেন, আমি বিক্রমপুরকে ভালবাসি, মাহীও বিক্রমপুরকে ভালবাসে। আমার অনেক বয়স হয়েছে। আমি জ্ঞানতক কোন অন্যায় করিনি। জীবনে মানুষ ভুল ত্রুটি করে। আমি জেনে শুনে কোন ভুল করিনি। তারপরও যদি কোন ভুল হয়ে থাকে যার জন্য আপনারা দুঃখ পেয়েছেন তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সঙ্গে প্রতিবাদ করেই আমরা নির্বাচনে এসেছি। ভবিষ্যতে মুক্তিযুদ্ধের স্বপ্নে আমরা জেগে উঠব। তিনি আরও বলেন, বিক্রমপুর আমাদের রক্তের ভেতর আছে। বাবা ও আমার মতো মাহীও যেন বিক্রমপুরের জন্য মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করতে পারে এজন্য সকলে দোয়া করবেন। বি. চৌধুরী বলেন, শেখ হাসিনা দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। যারা শেখ হাসিনার উন্নয়নকে স্বীকার করে না তারা মিথ্যা কথা বলে। আমরা বিপরীত রাজনীতি করলেও শেখ হাসিনার উন্নয়নের প্রশংসা করছি। গত ১০টি বছর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করেছেন। উন্নয়নের এই ধারা বজায় থাকলে আর মাত্র কয়েকটি বছর অপেক্ষা করতে হবে। দেখবেন দেশ ধনেধান্যে পুষ্পে ভরে উঠেছে। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীনগর স্টেডিয়ামে আয়োজিত মহাজোট প্রার্থী মাহী বি চৌধুরীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণে নৌকা মার্কায় ভোট চেয়ে এসব কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি আরও বলেন, দেশে চাউলের দাম বাড়তে পারে কিন্তু কোন খাদ্যাভাব নেই। মাথা পিছু আয় বেড়েছে সাড়ে ৩ গুণ। কৃষকের পয়সা হয়েছে, শ্রমিকের আয় বেড়েছে। গড় আয়ু বেড়েছে। নিজেদের টাকায় পদ্মা সেতু হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা খাতের উন্নয়ন হয়েছে। শেখ হাসিনাকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। তিনি মাদক নির্মূল ও ওষুধের দাম কমানো হবে বলে আশ্বাস দেন।
×