ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুহৃদদের ভালবাসায় উদযাপিত হলো সৈয়দ হকের জন্মদিন

প্রকাশিত: ০৫:৫৮, ২৮ ডিসেম্বর ২০১৮

সুহৃদদের ভালবাসায় উদযাপিত হলো সৈয়দ হকের জন্মদিন

স্টাফ রিপোর্টার ॥ আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি/আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি/চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে ...। হৃৎকলমের টানে বাংলার আলপথ ধরে চলা কবি সব্যসাচী সৈয়দ শামসুল হকের ৮৪তম জন্মদিন ছিল বৃহস্পতিবার। সুহৃদদের ভালবাসায় উদ্যাপিত হলো কবির জন্মদিন। সেই আনন্দায়োজনে বর্ণিল হলো কবির সৃজনভূমি গুলশানের ‘মঞ্জুবাড়ি’। সব্যসাচীর শুভাকাক্সক্ষীদের সঙ্গী করে পিঠা-পুলির সঙ্গে মুখরিত আড্ডায় ভালবাসার এ জন্মদিন উদ্যাপনের আয়োজন করেন কবির জীবনসঙ্গী আনোয়ারা সৈয়দ হক। বৈকালিক সে অনুষ্ঠানে প্রকাশিত হয়েছে সৈয়দ শামসুল হকের তিনটি নতুন বই। এগুলো হলো- ইবসেনের অনূদিত নাটক ‘পীরচানের পালা’ (চারুলিপি প্রকাশন), নির্বাচিত গল্পের সঙ্কলন ‘গল্পগাথা’ (চিত্রা প্রকাশনী) এবং সাহিত্য-কলামের সঙ্কলন ‘জলেশ্বরীর দিনপত্রী’ (অরিত্র প্রকাশনী)। অনুষ্ঠানে সৈয়দ হকের কাব্যনাট্য ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ থেকে পাঠ করেন অভিনেত্রাী ত্রপা মজুমদার। তার লেখা গান গেয়ে শোনান ঝর্না রহমান এবং ‘নূরলদীনের সারাজীবন’-এর ভূমিকাপর্ব পাঠ করেন মাহমুদুল হাকিম তানভীর। জন্মদিনে লেখকের প্রতি শুভাকাক্সক্ষীদের ভালবাসার কথা স্মরণ করে আনোয়ারা সৈয়দ হক বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করতে চেয়েছিলাম। কিন্তু হঠাৎ করেই এই ঘরোয়া পরিবেশে আয়োজন করলাম। যারা তাকে ভালবাসেন, তারা এসেছেন; আমরা কৃতজ্ঞ। আমার বিশ্বাস তাকে ভালবাসার মানুষদের হ্দনয়ও স্পর্র্শ করেছে এ আয়োজন।
×