ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর জন্মশত বার্ষিকীর বছরব্যাপী আয়োজন

প্রকাশিত: ০৫:৫৬, ২৮ ডিসেম্বর ২০১৮

নৃত্যাচার্য বুলবুল  চৌধুরীর জন্মশত বার্ষিকীর বছরব্যাপী আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ আগামী পহেলা জানুয়ারি প্রখ্যাত নৃত্যগুরু বুলবুল চৌধুরীর জন্মশতবার্ষিকী। নানা আয়োজনে উদ্যাপিত হবে এই নৃত্যাচার্যের জন্মশতবর্ষ। বছরব্যাপীর বহুমাত্রিক আয়োজনে স্মরণ করা হবে প্রখ্যাত এই নৃত্যশিল্পী। এ উপলক্ষে যৌথভাবে বছরব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে শিল্পকলা একাডেমি ও নৃত্যশিল্পী সংস্থা। বর্ণাঢ্য উদ্ধোধনী অনুষ্ঠানসহ নৃত্য গবেষকদের লেখা নিয়ে স্মারকগ্রন্থ প্রকাশ, এপ্রিল মাসে আন্তর্জাতিক নৃত্য দিবসে নৃত্য উৎসব আয়োজন, নৃত্যনাট্য উৎসব, দেশব্যাপী নৃত্য প্রতিযোগিতা, ‘বুলবুল চৌধুরীর নৃত্যধারা’ বিষয়ক সেমিনার, গুণী শিল্পীদের সম্মাননা প্রদানসহ বছরব্যাপী কর্মযজ্ঞের মাধ্যমে ভালবাসা জানানো হবে এই কিংবদন্তি নৃত্যশিল্পীকে। বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির নাট্যশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বছরব্যাপী আয়োজনসংক্রান্ত তথ্য তুলে ধরা হয়। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, বিশিষ্ট নৃত্যশিল্পী আমানুল হক, একাডেমির পরিচালক ড. কাজী আসাদুজ্জামান, জসিম উদ্দীন ও সোহরাব উদ্দিন। সংবাদ সম্মেলনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির সচিব মোঃ বদরুল আনম ভূঁইয়া। একাডেমির মহাপরিচালক বলেন, আমাদের এই ভূখণ্ডে রবীন্দ্রনাথের পরই নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর নৃত্যশিল্পে বৈশিষ্ট্যমণ্ডিত সৃষ্টি রয়েছে।
×