ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভোটের দিন ঐক্যফ্রন্ট নৈরাজ্য সৃষ্টি করতে পারে ॥ আবদুর রহমান

প্রকাশিত: ০৫:৫৪, ২৮ ডিসেম্বর ২০১৮

ভোটের দিন ঐক্যফ্রন্ট নৈরাজ্য সৃষ্টি করতে পারে ॥ আবদুর রহমান

বিশেষ প্রতিনিধি ॥ পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি-জামায়াত ও জাতীয় ঐক্যফ্রন্ট ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সামনে আরও ভয়াবহ ষড়যন্ত্রে তারা লিপ্ত হতে পারে। ভোটের দিন শুক্রবার সারাদেশে ভয়াবহ নৈরাজ্য সন্ত্রাস সৃষ্টি করতে পারে। ভুয়া ব্যালট পেপার ছাপিয়ে ভিডিও করতে পারে। এসব ষড়যন্ত্রের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বৃহস্পতিবার ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি-জামায়াত অন্ধকারের শক্তি। তারা অন্ধকারের গলিপথ দিয়ে ক্ষমতায় যেতে চায়। তারা নির্বাচিত হলে দেশে রক্তগঙ্গা বইয়ে দেবে। দেশ অন্ধকারে নিমজ্জিত হবে। যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারতে পারে, তাদের কাছে সব ধরনের নাশকতার আশঙ্কা করা যেতে পারে। তবে অতীতের মতো এবারও দেশের জনগণই তাদের সব ষড়যন্ত্র রুখে দেবে। লন্ডনে পলাতক তারেক রহমান আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অন্যতম পৃষ্ঠপোষক ও মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠজন মন্তব্য করে আবদুর রহমান বলেন, তারেক রহমানের সঙ্গে সখ্যতা করা আর বিষধর সাপের সঙ্গে প্রণয়ে আবদ্ধ হওয়া একই কথা। ড. কামাল হোসেনের সামনে আজ বিষধর সেই সাপের নগ্ন ফোনা। বিএনপি নেতাদের ফাঁস হওয়া ফোনালাপে একের পর এক ষড়যন্ত্রের চিত্র পরিস্ফুট হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু ও বিএনএফ নেতা শওকতের ফাঁস হওয়া ফোনালাপে পলাতক দ-প্রাপ্ত আসামি তারেক রহমান কর্তৃক কামাল হোসেনকে হত্যার ষড়যন্ত্রের বিষয়টি উন্মোচিত হয়েছে। তিনি বলেন, ফোনালাপ ফাঁস হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যার মধ্য দিয়ে পেশাদারিত্বের পরিচয় দিয়েছে পুলিশ প্রশাসন।
×